ভিতরে

নড়াইলে এস এম সুলতান নৌকা বাইচ আগামী ২২ অক্টোবর

 জেলায় বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান নৌকা বাইচ আগামী ২২ অক্টোবর অনুষ্ঠিত হবে। রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নৌকা বাইচ উপলক্ষে এক প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত হয়।
এস এম সুলতান ফাউন্ডেশনের সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদস্য সচিব আশিকুর রহমান মিকু, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ ফকরুল হাসান, পৌরমেয়র আঞ্জুমান আরা, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর প্রমূখ। এসময় বিভিন্ন বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯২৪ সালের ১০ আগষ্ট নড়াইলের চিত্রা নদীর পাশে মাছিমদিয়া গ্রামে জন্ম গ্রহণ করেন শিল্পী এস এম সুলতান। তার পিতা মোঃ মেছের আলি  মাতা মোছাঃ মাজু বিবি। ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোরের সম্মিলিত সামরিক হাসপাতালে শিল্পী সুলতান মৃত্যুবরণ করেন।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

বরুড়ায় ১১টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্ত

ঠাকুরগাঁওয়ে ৪৬৮ মন্ডপে দুর্গাপূজা শুরু