ভিতরে

টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত

 টাঙ্গাইলের সখীপুরে সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সিএনজির আরোহী কাঁচামাল ব্যবসায়ী বাবুল আহমেদ (৫০) নিহত হয়েছেন। 
এ ঘটনায় আহত মোটরসাইকেল আরোহী সিয়ামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার সকালে সখীপুর-গোড়াই সড়কের বোয়ালী পন্ডিত বাড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবুল আহমেদ টাঙ্গাইল সদর উপজেলার বরুহা গ্রামের শামছুল হকের ছেলে। তিনি সখীপুরে কাঁচামালের ব্যবসা করতেন।
জানা যায়, বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে ওই ব্যবসায়ীকে নিয়ে যাওয়া সিএনজি অটোরিক্সাটি টাঙ্গাইল যাওয়ার পথে উপজেলার বোয়ালী পন্ডিত বাড়ি মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি উল্টে যায়। 
এ সময় বাবুল আহমেদ ও মোটরসাইকেল আরোহী বোয়ালী গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে সিয়ামকে (১৮) গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। তবে কর্তব্যরত চিকিৎসক বাবুল আহমেদকে মৃত ঘোষণা করেন এবং মোটরসাইকেল আরোহী সিয়ামকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। 
সখীপুর থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর আলম  ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় বাবুল আহমেদ নামের এক সিএনজি আরোহীর মৃত্যু হয়েছে।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

উত্তর দিন

মন্তব্য করুন

ঝালকাঠিতে চোরাই মোটর সাইকেলসহ যুবক গ্রেপ্তার

সারাদেশে প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ সম্পন্ন : চলছে গননা