ভিতরে

বরুড়ায় ১১টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্ত

জেলার বরুড়া উপজেলার মৎস্য বিভাগের উদ্যোগে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ২০২২-২৩ অর্থ বছরের ১১টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে রুই, কাতলা, মৃগেল, কালিবাউস এবং ঘনিয়া প্রজাতির মোট ৩৪৩ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। আজ দুপুর ১১টায়  মাছের পোনা অবমুক্তকরন করেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সহকারি কমিশনার (ভূমি) মেহেদী হাসান।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবদুস সালাম বাসসকে বলেন, এ কর্মসূচির আওতায় উপজেলার ১১টি প্রাতিষ্ঠানিক জলাশয়ের মধ্যে উপজেলা পরিষদ পুকুরে ৭৮ কেজি, পৌর ভূমি অফিসের পৃথক ২টি পুকুরে ৬০ কেজি, কেন্দ্রীয় নৃ-সিংহ ও জগন্নাথ বাড়ি  পুকুরে ২০ কেজি, হুরুয়া ইব্রাহিমিয়া তাজবীদুল কোরআন মাদ্রাসা ও এতিমখানা পুকুরে ৬০ কেজি, তলাগ্রাম আলেক বাবা সেবাশ্রম পুকুরে ২০ কেজি, রাজাপুর রাধা গোবিন্দ মন্দির পুকুরে ২৫ কেজি, এগারগ্রাম কেন্দ্রীয় জামে মসজিদ পুকুরে ২০ কেজি, সাউদমারা বায়তুন নূর জামে মসজিদ পুকুরে ২৫ কেজি, বাগমারা উত্তরপাড়া ফোরকানিয়া মাদ্রাসা পুকুরে ১৫ কেজি এবং বেগম জহিরা মহিলা কলেজ পুকুরে ২০ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়েছে ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. নজরুল ইসলাম, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. নাসরিন সুলতানা তনু, উপজেলা প্রকৌশলী রাহাত আমিন পাটোয়ারী, উপজেলা মৎস্য কর্মকর্তা (অ.দা.) মো. আবদুস সালাম, সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ভূঁইয়া প্রমুখ।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

বর্তমান সরকার স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে এমপি দুদু

নড়াইলে এস এম সুলতান নৌকা বাইচ আগামী ২২ অক্টোবর