ভিতরে

রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনে বাধ্যতামূলক লোড শেডিং হচ্ছে

ইউক্রেন শুক্রবার বলেছে, তারা দেশটির বিভিন্ন অঞ্চলে বাধ্যতামূলক লোড শেডিং শুরু করেছে। দেশটির বিভিন্ন বিদ্যুত কেন্দ্রে বারবার রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শিকার হওয়ার পর তারা এমন পদক্ষেপ গ্রহণ করে। খবর এএফপি’র।
খবরে বলা হয়, রাশিয়ার সীমান্ত অঞ্চলে ইউক্রেনের হামলার জবাবে মস্কো সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশটির জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে তাদের বিমান হামলা জোরদার করেছে। 
ন্যাশনাল গ্রিড অপারেটর ইউক্রেনারগো বলেছে, তারা ‘জোরপূর্বক দিনিপ্রোপেট্রোভস্ক, জাপোরিঝিয়া এবং কিরোভোগ্রাড অঞ্চলে সন্ধ্যা পর্যন্ত লোড শেডিং শুরু করেছে।’ 
গত সপ্তাহে রাশিয়ার হামলার পর খারকিভ এবং ক্রিভি রিহ’র প্রধান শহরগুলোতে ইতোমধ্যেই বিধিনিষেধ জারি করা হয়েছে।
ইউক্রেনারগো বলেছে, ‘অন্যান্য অঞ্চলের ভোক্তাদেরকে অল্প এবং সচেতনভাবে বিদ্যুত ব্যবহার করতে বলা হয়েছে।’

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

উত্তর দিন

মন্তব্য করুন

বাইডেনের সাথে এরদোগানের সাক্ষাত আগামী ৯ মে

বাল্টিমোর ব্রিজের ধ্বংসাবশেষ সরানোর ‘কঠিন অভিযানে’ তিনটি ভাসমান ক্রেন