ভিতরে

মহান স্বাধীনতা দিবস পালন উপলক্ষে জাতীয় পার্টির কর্মসূচি

সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টি কেন্দ্রীয় ও জেলা পর্যায়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
কর্মসূচির মধ্যে রয়েছে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সাভার স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ ও আলোচনা সভা। 
২৬ মার্চ সকাল ০৭টায় কাকরাইল কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে সাভার স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণের জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ রওয়ানা হবেন। সকাল ১১টায় বনানী চেয়ারম্যান কার্যালয় মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। 
আলোচনা সভায় সভাপতিত্ব করবেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি। 
উক্ত আলোচনা সভায় জাতীয়পার্টি, অঙ্গ ও সহযোগীসংগঠন সমূহের সকল স্তরের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য পার্টির পক্ষ থেকে  অনুরোধ জানানো হয়েছে। 
এ ছাড়াও সারাদেশের সকল জেলা, মহানগর, উপজেলা, পৌরসভাসহ প্রতিটি ইউনিটে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালনের জন্য পার্টির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

উত্তর দিন

মন্তব্য করুন

কড়াইল বস্তিতে আগুন : নিয়ন্ত্রণে কাজ করছে ৮টি ইউনিট

সালাম মুর্শেদীর গুলশানের বাড়ি : হাইকোর্টের রায়ে আট সপ্তাহের স্থিতাবস্থা