ভিতরে

বইমেলায় কবি মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরীর কাব্যগ্রন্থ ‘ম্যাক্স’

অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে কবি মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরীর কাব্যগ্রন্থ ‘ম্যাক্স’। এটি তার দ্বিতীয় কাব্যগ্রন্থ। 
কবি মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২০তম ব্যাচের একজন কর্মকর্তা, তিনি বর্তমানে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এর পরিচালক (অডিট ও আইন) হিসেবে কর্মরত আছেন। সরকারি চাকুরির পাশাপাশি তিনি অনেকদিন ধরে লেখালেখিতে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। গত বছর বইমেলায় প্রকাশিত হয়েছে তার প্রথম কাব্যগ্রন্থ “তমা’র কবিতা”। এটিও পাঠক মহলে ব্যাপক সাড়া ফেলেছে। 
কামরুল চৌধুরীর লেখার ভাবনা বহুমুখী। বাস্তবজীবনের সংগ্রামের পাশাপাশি অন্তর্জগতেও চলে তাঁর জীবনযুদ্ধ। সেখানে নানা বিষয়ে প্রতিনিয়ত নিজের সঙ্গে নিজে সংগ্রাম করেন। চারপাশের নানা অনুভব, উপলব্ধি নিয়ে তিনি রচনা করেন তার কবিতা। ফলে প্রেম, প্রকৃতি, রোমান্টিকতা, আধ্যাত্মভাবনা, বিশ্বসংস্কৃতি ইত্যাদি নানা প্রসঙ্গ ফুটে উঠেছে তার কবিতায়। 
মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরীর ম্যাক্স কবিতাগ্রন্থ পাঠ করে পাঠক ঋদ্ধ হবেন বলে তিনি বিশ্বাস করেন।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

উত্তর দিন

মন্তব্য করুন

যথাযথ অনুবাদের মাধ্যমে বাংলা শিল্প-সাহিত্যকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

জয়পুরহাটে গাছে গাছে আমের মুকুল