ভিতরে

দিনাজপুরের ঘোড়াঘাটে অটোভ্যান ও মোটর সাইকেল সংঘর্ষে নিহত ২

 জেলার ঘোড়াঘাটে গতরাতে ব্যাটারী চালিত অটোভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেলের চালকসহ ২ জন নিহত এবং ৪ জন আহত  হয়েছে।
দিনাজপুর ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান আসাদ ওই সড়ক দুর্ঘটনা তথ্য  নিশ্চিত করেন। তিনি জানান, নিহত দুজনের মধ্যে বিনয় চন্দ্র দাস (২৫) দিনাজপুর জেলার  ঘোড়াঘাট উপজেলার পালশা ঢেওয়াপাড়া গ্রামের বিকারী চন্দ্র দাসের পুত্র। অপর জন  জিতু ইসলাম (১৬) একই উপজেলার চৌড়িয়া গ্রামের তাইজুল ইসলামের পুত্র। পেশায় তারা মোটর সাইকেল মেকার।
ঘোড়াঘাট থানার পুলিশের এস আই মেহেদী হাসান  জানান, গত রোববার রাত সাড়ে ১০ টার  স্থানীয় ডুগডুগি বাজার থেকে মোটর সাইকেল চালিয়ে রানীগঞ্জ বাজারের দিকে যাবার সময়  চৌড়িয়া মোড়ে বিপরীতমুখী ব্যাটারি চালিত একটি অটোভ্যানের সাথে সংঘর্ষ ঘটে ৷ এতে দুর্ঘটনাস্থলে মোটর সাইকেল চালক বিনয় চন্দ্র দাস এবং হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে জিতু ইসলাম মারা যায় । তাকে মৃত বলে ঘোষণা করেছেন উপজেলা স্বস্থ্য কেন্দ্রের জরুরী বিভাগের মেডিকেল অফিসার ডা. আহসান হাবিব। এব্যাপারে আইনগত ব্যবস্থা নিচ্ছেন তারা।
এদিকে এ দুর্ঘটনায় অটো ভ্যানে থাকা অটো চালকসহ ৪ জন গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে জেলার ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোববার রাত ১১ টায়  ভর্তি করা হয়েছে। আহতরা হলেন অটোচালক বাবলু মিয়া (২৩),অটোর যাত্রী সোহেল রানা (২১),জুয়েল হোসেন (২৪), ও আরিফুল ইসলাম (২৫)। সূত্রটি জানায়, অটোতে থাকা ৪ জন অটো যোগে ঘোড়াঘাট উপজেলার গোপালপুর চৌধুরী মেলায় যাওয়ার পথে এ সড়ক দুর্ঘটনায় ঘটে।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

নড়াইলে শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের সনদপত্র প্রদান

ভোলায় সরকারি আইনগত সহয়তা বিষয়ক সেমিনার