ভিতরে

নওগাঁয় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

 জেলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২২ পালিত হয়েছে। 
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে ৮টায় দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় চত্বরে জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান জাতীয় পতাকা এবং দুদকের উপ-পরিচালক মোহাম্মদ মাহমুদুর রহমান দুদকের পতাকা উত্তোলন করেন। 
পরে সাড়ে ৯টায় জেলা প্রশাসকের অফিসের সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। এতে জেলার সরকারি-বেসরকারি বিভিন্ন উন্নয়ন সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করে।
এ সময় জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান ও অতিরিক্ত পুলিশ সুপার মো. গাজিউর রহমান বক্তৃতাকরেন। 
পরে জেলা প্রশাসকের সভা কক্ষে” দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব” প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শক্তিপদ চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান এবং বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার মো. গাজিউর রহমান ও দূর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ মাহমুদুর রহমান।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

নাটোরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন

শরীয়তপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত