ভিতরে

শরীয়তপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

 “দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব” প্রতিপাদ্যে শরীয়তপুরে জেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। 
আজ শুক্রবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনের আম বাগানে জাতীয় পতাকা ও দুর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিবসের শুভ সূচনা করেন জেলা প্রশাসক মো. পারভেজ হাসান। পতাকা উত্তোলন শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে দুর্নীতি বিরোধী এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। 
মানববন্ধন শেষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে দুর্নীতি দমন বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলাপ্রশাসক মো. পারভেজ হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. আব্দুল হাদী মোহাম্মদ শাহ পরান, জেলা পরিষদ শরীয়তপুরের নির্বাহী কর্মকর্তা মো. শামীম হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গাজী শরীফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ, জেলা দূর্নীতি দমন কমিটির সভাপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলেজ শরীয়তপুরের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন খান।
বক্তারা দুর্নীতি প্রতিরোধে সকলকে কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সচেষ্ট হওয়ার আহবান জানান।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

নওগাঁয় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

ভোলায় শীতের সন্ধ্যায় ধোঁয়া উঠা সুস্বাদু পিঠা বিক্রির ধুম