ভিতরে

আরো একটি অঘটনের আশায় কাল ক্রোয়েশিয়ার মুখোমুখি হচ্ছে জায়ান্ট কিলার জাপান

ফেবারিটের তকমা সাথে করে কাতার বিশ্বকাপে  না আসা সত্বেও একের পর এক অঘটনের জন্ম দিয়ে জাপান এখন চলতি  আসরে যেকোন বড় দলের জন্য বিপদজনক দল হয়ে উঠেছে। কাল শেষ ষোলর ম্যাচে আল জানুব স্টেডিয়ামে ক্রোয়েশিয়ার মোকাবেলা করবে এশিয়ান জায়ান্টরা। এবারের আসরের অন্যতম ধারাবাহিক এই দলটিকে মোকাবেলা করার আগে ক্রোয়েটরা বাড়তি পরিকল্পনা মাথায় নিয়েই কাল মাঠে নামছে।
হাজিমে মোরিইয়াসুর জাপান শীর্ষ সারির দল  স্পেন ও জার্মানীকে টপকে গ্রুপ-ই’র শীর্ষস্থান দখল করে। অন্যদিকে মরক্কোর পরে দ্বিতীয় স্থানে থেকে গ্রুপ-এফ থেকে পরের রাউন্ডে খেলতে এসেছে ২০১৮ রানার্স-আপ ক্রোয়েশিয়া। 
স্পেনের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে ২-১ গোলে জয়ী হয়ে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করে  জাপান। আয়ো টানাকার দ্বিতীয় গোলটি নিয়ে বিতর্ক থাকলেও শেষ পর্যন্ত জাপানই হয়েছে গ্রুপ সেরা। আরো একবার মোরিইয়াসুর দ্বিতীয়ার্ধের খেলোয়াড় পরিবর্তনের সিদ্ধান্ত দলের জয়ে বড় ভূমিকা রাখে। আলভারো মোরাতার গোলে ১১ মিনিটে ডেডলক ভেঙ্গে ছিল স্পেন। ৪৮ মিনিটে বদলী খেলোয়াড় রিটসু ডোয়ানের গোলে সমতায় ফিরে ব্লু সামুরাইরা। তিন মিনিট পর আরো এক বদলী খেলোয়াড় কাওরু মিটোমার দারুন এক পাসে টানাকা জাপানীদের শেষ ষোলতে পৌঁছে দেন। এই পাস নিয়েই বিতর্ক দেখা দেয়। বলটি পাস দেবার আগে সাইডলাইন অতিক্রম করেছে এমনটি মনে হলেও ভিএআর সুক্ষ বিচারে তা মেনে নেয়নি। 
এর আগে প্রথম ম্যাচে জার্মানদের হারিয়ে বিশ^কাপের শুভ সূচনা করেছিল জাপান। এক টুর্নামেন্টেই ২০১০ ও ২০১৪’র দুই বিশ^ চ্যাম্পিয়নকে হারানো দলটি নক আউট পর্বে খেলবে, এটাই স্বাভাবিক। এর মাধ্যমে শেষ পর্যন্ত গ্রুপ পর্বের বাঁধা পেরুতে সক্ষম হলো জাপান। চার বছর আগে রাশিয়া বিশ^কাপ থেকে তাদের নক আউটের আগেই বিদায় নিতে হয়েছিল। 
গ্রুপ পর্বে অবশ্য কোস্টা রিকার কাছে হতাশাজনক ১-০ গোলের পরাজয় বরণ করতে হয়েছিল এশিয়া জায়ান্টদের। এ কারনে জাপানীজদের এখন সবচেয়ে বেশী প্রয়োজন ধারাবাহিকতা। কালকের ম্যাচে জয়ী হতে পারলে আর পরের ম্যাচে যদি ফেবারিট ব্রাজিলকে হারিয়ে দক্ষিণ কোরিয়া শেষ আট নিশ্চিত করতে পারে তবে বিশ^কাপে প্রথমবারের মত অল এশিয়ান কোয়ার্টার ফাইনালে মোকাবেলা করকে  এশিয়ান দুই পরাশক্তি। 
এখনো পর্যন্ত বিশ^কাপের কোয়ার্টার ফাইনালে খেলা হয়নি জাপানের। মোরিইয়াসুর সুপার সাব যদি আরো একবার জ¦লে ওঠে তাহলে কালকের ম্যাচে যেকোন কিছুই সম্ভব। উজ্জীবিত জাপান শিবির সেই আত্মবিশ^াস নিয়েই কাল মাঠে নামবে। 
এদিকে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে স্বর্ণালী প্রজন্মের বেলজিয়ামের স্বপ্ন ভঙ্গ করে গোলশুন্য ড্রয়ের মাধ্যমে নক আউট পর্বের টিকিট পেয়েছে ক্রোয়েশিয়া। এই ড্রয়ে মরক্কোর পর গ্রুপ-এইচ’র দ্বিতীয় স্থান নিশ্চিত হয় জøাটকো ডালিচের ক্রোয়েশিয়ার। আর তিন ম্যাচে মাত্র এক জয় ও এক ড্রয়ে বেলজিয়ামের বিদায় নিশ্চিত হয়। মরক্কোর সাথে গোলশুন্য ড্র করে বিশ^কাপ শুরু করলেও কানাডার বিরুদ্ধে ৪-১ গোলের জয়েই ক্রোয়েটদের দ্বিতীয় রাউন্ড মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছিল। একইসাথে গ্রুপ পর্বে মাত্র এক গোল হজম করা দলটি তাদের রক্ষনভাগের সামর্থ্যেরও প্রমান দিয়েছে।  
সব ধরনের প্রতিযোগিতায় টানা নয় ম্যাচে অপরাজিত থেকে শেষ ষোলতে খেলতে এসেছে ক্রোয়েশিয়া। আগের দুই আসরেই এই ধাপ পার করে শেষ আট নিশ্চিত করা ক্রোয়েটরা ইতিহাস থেকেও আত্মবিশ^াস পেতে পারে। যদিও কাউন্টার এ্যাটাক থেকে দুর্দান্ত খেলা জাপানীজদের বিরুদ্ধে কোন কিছুই সহজ ভাবে নিতে চাচ্ছেনা ডালিচের দল। 
২৫ বছর আগে প্রথম মোকাবেলায় জাপানের কাছে ৪-৩ গোলে পরাজিত হয়েছির ক্রোয়েশিয়া। এরপর ১৯৯৮ বিশ^কাপে ব্লু সামুরাইদের পরাজিত করার পর ২০০৬ সালে গোলশুন্য ড্র করে। কাতারে অবশ্য আগের সব আসরের থেকে একটু বেশী সতর্কতা নিতেই হচ্ছে ক্রোয়েটদের। 
স্পেনের বিরুদ্ধে ডিফেন্ডার কো ইতাকুরা পরপর দুই ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড পাওয়ায় কাল জাপানের হয়ে খেলতে পারছেন না। বদলী বেঞ্চ থেকে উঠে এসে নিজেকে প্রমান করা তাকেহিরো টোমিইয়াসুর মূল দলে খেলার সম্ভাবনা রয়েছে। স্টুটগার্ট মিডফিল্ডার ওয়াটারু এন্ডো আগের ম্যাচে বদলী হিসেবে নামলেও ফিটনেস সমস্যায় রয়েছেন। রাইট-ব্যাক হিরোকি সাকাই অনুশীলনে ফিরেছেন। তবে পেশীর সমস্যায় ভুগছেন টাকেফুসা কুবো। আক্রমনভাগে আবারো জাপান বসকে দু:শ্চিন্তায় ফেলেছেন কুবো। 
ক্রোয়েশিয়া ইতোমধ্যেই নিশ্চিত করেছে যে, সোমবারের ম্যাচের জন্য পরিপূর্ণ ফিট একটি দলকেই তারা হাতে পাচ্ছে। কালকের ম্যাচে হলুদ কার্ড পেলে সম্ভাব্য কোয়ার্টার ফাইনালে দেখা যাবে না অভিজ্ঞ দুই খেলোয়াড় লুকা মড্রিচ ও ডিয়ান লোভরেনকে। মূল একাদশে একই দল থাকবেন বলে ডালিচ জানিয়েছেন। আর তাই ৪-৩-৩ ফর্মেশনেরও ইঙ্গিত পাওয়া গেছে।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

নওগাঁয় ৬ হাজার ৭৮০ হেক্টর জমিতে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ 

এবার ব্রাজিলর বাঁধা পেরুতে চায় উজ্জীবিত দক্ষিণ কোরিয়া