ভিতরে

জয়পুরহাটে শেখ কামালের ৭২ তম জন্মদিন উদযাপন

জেলায় নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে উদযাপন করা হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭২  তম জন্মদিন  । 
বৃহষ্পতিবার  সকালে শহীদ ডা: আবুল কাশেম ময়দানে অস্থায়ীভাবে স্থপানকৃত  শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে কর্মসূচি শুরু হয়। জেলা প্রশাসক মো: শরীফুল ইসলাম প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর পুলিশ সুপার মাছুম আহাম্মেদ ভূঞা, জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান রকেটের নেতৃত্বে জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এ সময় জেলা আওয়ামীলীগের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ ছাড়াও জেলার বিভিন্ন সরকারি, বে-সরকারি প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। জেলা আওয়ামীলীগ কার্যালয়ে শেখ কামালের ৭২তম জন্মদিনের কেক কেটে শেখ কামালের জন্মদিন পালন করেন দলীয় নেতাকর্মীরা। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে  এক আলোচনা সভার আয়োজন করা  হয়। জেলা প্রশাসক মো: শরীফুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের বণার্ঢ্য জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, এ্যাড: মোমিন আহাম্মেদ চৌধুরী জিপি, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন, জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খ ম আব্দুর রহমান রনি, জয়পুরহাট লাইব্রেরী ও ক্লাবের সাধারণ সম্পাদক রাজা চৌধুরী, রেডক্রিসেন্ট সোসাইটি জয়পুরহাট ইউনিটের সাধারণ সম্পাদক গোলাম হক্কানী প্রমূখ।  

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

মেহেরপুরে শেখ কামালের জন্মদিন উদযাপন

বুড়িচংয়ে আড়াই হাজার ফুট অবৈধ গ্যাস পাইপ জব্দ