ভিতরে

বুড়িচংয়ে আড়াই হাজার ফুট অবৈধ গ্যাস পাইপ জব্দ

জেলার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের মনিপুর স্কুল থেকে রুপুদ্দী পর্যন্ত প্রায় ২ এলাকা থেকে  অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার অভিযোগ আজ বৃহস্প্রতিবার বেলা সাড়ে ১১ টায়  বাখরাবাদ গ্যাস ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড’র একটি দল অভিযান চালায়। এ সময় প্রায় আড়াই হাজার ফুট গ্যাস পাইপ জব্দ করে তারা। 
বাখরাবাদ গ্যাস ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড সূত্রে জানা যায়, জেলার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের মনিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে একই ইউনিয়নের রুপুদ্দী গ্রামে প্রায় দু’কিলোমিটার দীর্ঘ একটি অবৈধ গ্যাস সংযোগ লাইন টানার খবর পেয়ে প্রতিষ্ঠানটির ডিজিএম (ভিজিল্যান্স) মোঃ আজহারুল ইসলাম ও ম্যানেজার (বিক্রয়) জিয়াউল হকের নেতৃত্বে একটি দল রুপুদ্দী এলাকায় অভিযান চালায়। এসময় অবৈধ সংযোগকারীরা টের পেয়ে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় সেখান থেকে প্রায় আড়াই হাজার ফুট দেড় ইঞ্চি মোটা লোহার গ্যাস পাইপ জব্দ করে। 
এ ব্যাপারে বাখরাবাদের ডিজিএম (ভিজিল্যান্স) মোঃ আজহারুল ইসলাম বাসসকে বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ সংযোগ লাইন টানার খবরে রুপুদ্দী গ্রামে অভিযান চালিয়েছি। আমাদের উপস্থিতি টের পেয়ে অবৈধ সংযোগকারীরা বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে পালিয়ে গেলেও বিপুল পরিমান পাইপ জব্দ করেছি। এ ব্যাপারে বুড়িচং থানায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজুর কথাও তিনি উল্লেখ করেন।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

জয়পুরহাটে শেখ কামালের ৭২ তম জন্মদিন উদযাপন

রাঙ্গামাটিতে শিল্পীদের মাঝে জেলা পরিষদের অর্থ প্রদান