ভিতরে

বুয়েট স্নাতক পর্যায়ে টার্ম ফাইনাল পরীক্ষা হবে অনলাইনে

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এ চলতি বছরের টার্ম ফাইনাল পরীক্ষা হবে অনলাইনে।
কাল ৩০ জুলাই শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে রেজিষ্ট্রার অধ্যাপক ড. ফোরকান উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৮ জুলাই একাডেমিক কাউন্সিলের ৪৬৮ তম সভার সিদ্ধান্ত অনুযায়ী এই টার্ম ফাইনাল পরীক্ষা অনলাইনে উল্লেখিত নীতিমালা অনুযায়ী নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়,  LMS Vertual Meeting Software (Zoom,Microsoft Teams এবং Moodle) এর মাধ্যমে অনলাইন টার্ম ফাইনাল পরীক্ষা নেয়া হবে। অনলাইনে নেয়া এ পরীক্ষা ও Contiguous Assessment মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের লেটার গ্রেড দেয়া হবে।
শিক্ষার্থীদের ফলাফল বা গ্রেড নির্ধারণে Class Attendance, Class  Test, Quiz, Assignment, Viva Presentation এর জন্য ৩০ শতাংশ  এবং টার্ম ফাইনাল পরীক্ষার জন্য ৭০ শতাংশ নম্বরকে একাডেমিক কাউন্সিলের পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী  সম্পন্ন করা হবে।
এতে উল্লেখ করা হয়েছে, শিক্ষার্থীর শ্রেণিতে উপস্থিতির (১০ শতাংশ নম্বর) জন্য বরাদ্দকৃত নম্বর বন্টনের ক্ষেত্রে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত বহাল থাকবে।
সকল কোর্সের জন্য টার্ম ফাইনাল পরীক্ষার মোট সময় নির্ধারণ করা হয়েছে দুই ঘন্টা এবং পরীক্ষার সময় শেষ হওয়ার পর সর্বোচচ ১৫ মিনিটের মধ্যে LMS Software (Microsoft Teams বা Moodle  বা  এর মাধ্যমে অনলাইনে উত্তরপত্র জমা দিতে হবে।
প্রতিটি Examination Hall এর জন্য সর্বোচচ ৩৫ জন শিক্ষার্থীকে নিয়ে একটি গ্রুপ  বা টিম গঠন করে অনলাইনে পরীক্ষা নেওয়া হবে এবং  গ্রুপ বা টিম এর জন্য কমপক্ষে দুইজন শিক্ষক  Invigilator হিসেবে দায়িত্ব পালন করবেন।
পরিক্ষার সম্পূর্ণ প্রশ্নপত্রের সেকশন ‘এ’ বা  সেকশন ‘বি’ একইসাথে আপলোড করা হবে।
পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষার খাতা ও তার  পারিপার্শ্বিক পরিবেশ দৃশ্যমান রেখে পরীক্ষার্থীকে সবসময় পরীক্ষায় ব্যবহৃত একটি ডিভাইস ( ডেক্সটপ/ল্যাপটপ / আই প্যাড/ স্মার্ট মোবাইল  ফোন) এর ক্যামেরা চালু রেখে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।  এছাড়া পরীক্ষা চলাকালীন সময়ে প্রশ্নপত্র দেখা বা স্ক্যান করা অথবা উত্তরপত্র আপলোড করার জন্য  প্রত্যেক পরিক্ষার্থী একটি অতিরিক্ত  ডিভাইস ( ডেক্সটপ/   ল্যাপটপ / আইপড / স্মার্ট মোবাইল ফোন)  সবসময় সাথে রাখতে হবে। পরীক্ষা চলাকালীন সময়ে কোন শিক্ষার্থীর প্রকটোরাল  ক্যামেরা বন্ধ হয়ে গেলে কিংবা  কোন শিক্ষার্থী প্রকটোরাল ক্যামেরার  দৃশ্যমান এলাকার বাইরে গেলে, তা পরীক্ষার তদারককালীন তাৎক্ষণিকভাবে রেকর্ড করে রাখবেন।
অনলাইনে টার্ম ফাইনাল পরীক্ষা  গ্রহণ করার সময় বিভিন্ন ধরনের কারিগরি সমস্যা সমাধানের জন্য একটি কারিগরি কমিটি  কেন্দ্রীয়ভাবে কাজ করবেন।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সিরিজে ম্যাচ পরিচালনা করবেন যারা

জয়পুরহাটে করোনা ভাইরাস সংক্রমণ রোধে বিশেষ বার্তা প্রচার