ভিতরে

জয়পুরহাটে করোনা ভাইরাস সংক্রমণ রোধে বিশেষ বার্তা প্রচার

শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায়  সম্প্রতি করোনা ভাইরাস সংক্রমণ রোধে বিশেষ বার্তা প্রচার করছে জেলা তথ্য অফিস।
জেলা তথ্য অফিস সূত্র জানায়। করোনা ভাইরাস সংক্রমণ রোধে জেলা তথ্য অফিস জেলার প্রত্যন্ত অঞ্চলে বসবাস করা সাধারণ মানুষকে সচেতন করতে জনসমাগম এলাকায় মাইক যোগে বিশেষ বার্তা প্রচার করছে।
জেলা তথ্য অফিস সূত্র আরও জানায়, করোনা সংক্রমণ রোধে জরুরী বার্তা প্রচারের পাশাপাশি প্রধানমন্ত্রী  শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের উন্নয়নমূলক কার্যক্রম হিসেবে প্রধানমন্ত্রীর বিশেষ ১০টি উদ্যোগসহ বিভিন্ন ক্ষেত্রে অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, ভিশন ২০২১ ও ২০৪১ প্রচার করা হচ্ছে। এ ছাড়াও বার্ষিক কর্মসম্পাদক চুক্তি (এপিএ)’র আওতায়  মানব পাচার, মাদক, সন্ত্রাস, গুজব, বাল্যবিয়ে, করোনা ভাইরাসের টিকা গ্রহণসহ  করোনাভাইরাস সংক্রমণ বিষয়ে সচেতনতামূলক প্রচার কার্যক্রমের অংশ হিসেবে জেলার প্রত্যন্ত অঞ্চলে  জেলা তথ্য অফিসের উদ্যোগে মাইক যোগে বিশেষ প্রচারণা ও  ভিডিও চিত্র প্রদর্শন কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানান,  জেলা তথ্য কর্মকর্তা রুপ কুমার বর্মন।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

বুয়েট স্নাতক পর্যায়ে টার্ম ফাইনাল পরীক্ষা হবে অনলাইনে

যশোর জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা