ভিতরে

নীলফামারীতে ‘হিটস্ট্রোক’ সচেতনতা সেমিনার

 জেলায় আজ সচেতনতা মূলক ‘হিটস্ট্রোক’ বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 
আজ বুধবার সকাল ১০টায় নীলফামারী মেডিক্যাল কলেজের আয়োজনে জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে সভাপতিত্ব করেন নীলফামারী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আবু রায়হান মো. সুজা-উদ-দৌলা। 
এসময় হিটস্ট্রোক রোধে করণীয়, চিকিৎসা ও প্রস্তুতি বিষয়ক তথ্য উপস্থাপন করেন মেডিক্যাল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এ এস এম  রেজাউল করিম। 
বক্তব্য রাখেন- নীলফামারীর সিভিল সার্জন হাসিবুর রহমান, নীলফামারী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবু বিন হাজ্জাজ, সহকারী পরিচালক আরিফুজ্জামান, নীলফামারী মেডিক্যাল কলেজের শিশু বিভাগের সহযোগি অধ্যাপক ও জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক  ডা. দিলীপ কুমার রায় প্রমুখ।
নীলফামারী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. আবু রায়হান মো. সুজা-উদ-দৌলা তাপদাহ থেকে রক্ষা পেতে অযথা বাহিরে না যাওয়া, বেশি বেশি পানি পান করা এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান।
এ সেমিনারে চিকিৎসক, নার্স, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার ৪০ জন অংশগ্রহন করেন। 

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

উত্তর দিন

মন্তব্য করুন

তাপপ্রবাহ : গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে বাড়ছে রোগী

লক্ষ্মীপুরে দিনব্যাপী হজ্জযাত্রীদের প্রশিক্ষণ