ভিতরে

নড়াইল জেলা রেড ক্রিসেন্টে যুক্ত হল ১০টি অক্সিজেন সিলিন্ডার

রেড ক্রিসেন্টের পক্ষ থেকে নড়াইল জেলা রেড ক্রিসেন্ট ইউনিটে ৮ টি অক্সিজেন সিলিন্ডার এবং ২টা অক্সিজেন কনসেনট্রেটর প্রদান করেছে। জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস একটি ও এবি এম আব্দুল আলি পপলু নামে একজন আরেকটি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেন।
সোমবার দুপুরে জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যালয়ে এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা পরিষদের চেয়ারম্যান ও রেড ক্রিসেন্টের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ^াসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
জেলা রেড ক্রিসেন্ট নড়াইল ইউনিটের সাধারণ সম্পাদক কাজী ইসমাইল হোসেন লিটনের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন পুলিশ সুপার প্রবীর কুমার রায়, সিভিল সার্জন নাছিমা আকতার, জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, জেলা পরিষদের সদস্য সাইফুর রহমান হিলু, পৌর আওয়ামীলীগের সভাপতি মলয় কুমার কুন্ডু, জেলা পরিষদের সদস্য রওশন আরা লিলি প্রমূখ।
জানাগেছে, করোনা কালে জেলা রেড ক্রিসেন্টে এ নিয়ে মোট ১৬টি অক্সিজেন সিলিন্ডার হলো। যা করোনা কালে শ^াস কষ্ট দেখা দিলে রোগীদের বিনামূল্যে সরবরাহ করা হচ্ছে

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

সিলেটে ৩ দিনে করোনা টিকা নিবন্ধন করেছেন ৮৪৬ জন প্রবাসী

বিএসএমএমইউয়ে প্রথম ডোজে ৪৯ হাজার ৯০২ এবং দ্বিতীয় ডোজে ৪৮ হাজার ৬৬ জনের করোনা টিকা গ্রহণ