ভিতরে

বিএসএমএমইউয়ে প্রথম ডোজে ৪৯ হাজার ৯০২ এবং দ্বিতীয় ডোজে ৪৮ হাজার ৬৬ জনের করোনা টিকা গ্রহণ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ফাইজারের ১ হাজার ৯০২ জনসহ প্রথম ডোজের করোনা টিকা নিয়েছেন ৪৯ হাজার ৯০২ জন। আর দ্বিতীয় ডোজের টিকা গ্রহণ করেছেন ৪৮ হাজার ৬৬ জন।
আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
এতে বলা হয়, সোমবার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে কোভিড-১৯ এর প্রথম ডোজের (ফাইজারের) ৬৪২ জন এবং  দ্বিতীয় ডোজের (অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা) ৮০ জন টিকা গহ্রণ করেছেন।
এদিকে বেতার ভবনের পিসিআর ল্যাবে এ পর্যন্ত  ১ লাখ ৫৯ হাজার ২শ’ ৮৬ জনের কোভিড-১৯ টেস্ট করা হয়েছে।
একই ভবনের ফিভার ক্লিনিকে এদিন পর্যন্ত ১ লাখ ৪ হাজার ৩শ’ ৪৯ জন রোগী চিকিৎসাসেবা নিয়েছেন।
অন্যদিকে, করোনা ইউনিটে একইদিনে সকাল ৮টা পর্যন্ত ৯ হাজার ৮ শ’ ৫২ জন রোগী সেবা নিয়েছেন। ভর্তি হয়েছেন ৫ হাজার ৪ শ’ ৬৩ জন। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৪ হাজার ৫ শ’ ৩৬ জন। বর্তমানে ভর্তি রয়েছেন ১৬৮ জন রোগী এবং আইসিইউতে ভর্তি আছেন ১৯ জন রোগী। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৪ জন।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

অন-লাইন পশুর হাট ডিজিটাল দুনিয়ায় বাংলাদেশের একটি মাইল ফলক : টেলিযোগাযোগ মন্ত্রী

চট্টগ্রামের ২২ স্থানে স্বল্প মূল্যে টিসিবি’র পণ্য বিক্রি শুরু