ভিতরে

তিন নতুন মুখ নিয়ে ভারতের ওয়ানডে দল ঘোষণা

তিন নতুন মুখ নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য ১৮ সদস্যের দল ঘোষনা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ওয়ানডে দলে প্রথমবারের মত ব্যাটসম্যান সূর্যকুমার যাদব, পেসার প্রসিধ কৃষ্ণ ও স্পিনার ক্রুনাল পান্ডিয়া।
ইংল্যান্ডের বিপক্ষে চলমান টি-টুয়েন্টি সিরিজে ভারতের হয়ে অভিষেক হয় সূর্যকুমারের। দেশের হয়ে ১৮টি টি-টুয়েন্টি খেলার অভিজ্ঞতা আছে ক্রুনালের। তবে ভারতের হয়ে কোন ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই প্রসিধের। ৪৮টি লিস্ট ‘এ’ ক্রিকেটে ৮১ উইকেট শিকার রয়েছে তার।
সদ্য শেষ হওয়া বিজয় হাজারে ট্রফিতে ৭ ম্যাচে ১৪ উইকেট নিয়েছেন প্রসিদ্ধ। ইকোনমি রেটে ৫ দশমিক ৭৭। পেস অ্যাটাকে ভুবনেশ্বর কুমার, শারদুল ঠাকুর, টি নটারাজান, মোহাম্মদ সিরাজের সাথে থাকবেন প্রসিদ্ধ।
গত নভেম্বরে অস্ট্রেলিয়ার মাটিতে সর্বশেষ ওয়ানডে খেলেছিলো ভারত। ঐ সিরিজটি ২-১ ব্যবধানে হারে তারা। ঐ দলে থাকা মায়াঙ্ক আগারওয়াল, মোহাম্মদ সামি, মনিষ পান্ডিয়া, জসপ্রিত বুমরাহ, নবদীপ সাইনি ও সঞ্জু স্যামসনরা আসন্ন সিরিজের দলে নেই। সদ্য বিবাহ-বন্ধনে আবদ্ধ হয়েছেন বুমরাহ। ইংলিশদের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের দলেও ছিলেন না তিনি। টেস্ট সিরিজে মাত্র ২টি ম্যাচ খেলেন এই পেসার।
দলে ফিরেছেন- রোহিত শর্মা, ঋসভ পান্থ, ওয়াশিংটন সুন্দর, ভুবেনশ্বর ও মোহাম্মদ সিরাজ। অস্ট্রেলিয়া সফরে দলে থাকলেও, ম্যাচ খেলা হয়নি ক্রুনালের।
আগামী ২৩ মার্চ থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। পরের দু’টি ওয়ানডে হবে- ২৬ ও ২৮ মার্চ। সবগুলো ম্যাচই হবে পুনেতে।
ভারতের ওয়ানডে দল : বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), শিখর ধাওয়ান, ঋসভ পান্থ (উইকেটরক্ষক), লোকেশ রাহুল, শুভমান গিল, শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, যুজবেন্দ্রা চাহাল, কুলদীপ যাদব, ক্রুনাল পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, টি নাটরাজন, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণ ও শারদুল ঠাকুর।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

মেসিকে বার্সেলোনায় ধরে রাখাই মূল লক্ষ্য লাপোর্তার

ইউরোপা লিগ: পগবার একমাত্র গোলে শেষ আটে ম্যান ইউ