ভিতরে

বাগেরহাটে সংসদ সদস্য শেখ তন্ময়ের উদ্যোগে ভ্রাম্যমাণ সবজি বাজার চালু

জেলায় আজ বিদ্যমান করোনা পরিস্থিতিতে কঠোর বিধিনিষেধকালে মানুষের দোরগোড়ায় নায্যমূল্যে শাকসবজিসহ নিত্যপণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়-এর উদ্যোগে ভ্রাম্যমাণ সবজি বাজার চালু করা হয়েছে।
জেলা আওয়ামী যুবলীগের তত্ত্বাবধানে এসব ভ্রাম্যমাণ রিকশাভ্যানে নিত্যপ্রয়োজনীয় সব ধরনের শাকসবজি মিলবে।
আজ বৃহষ্পতিবার সকালে বাগেরহাট শহরের কোর্ট মসজিদ এলাকায় এ কার্যক্রম উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভূইয়া হেমায়েত উদ্দিন।
এর মাধ্যমে জেলার ৭৫টি ইউনিয়নে একযোগে ভ্রাম্যমাণ রিকশাভ্যানে করে মানুষের দোরগোড়ায় নায্যমূল্যে শাক-সবজিসহ নিত্যপণ্য বিক্রির কার্যক্রম শুরু হয়েছে।
সবজি বাজার চালু অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বাগেরহাট জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক সরদার নাসির উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোছাব্বেরুল ইসলাম, সদর উপজেলা মহিলা-ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক লিটন সরকার, পৌর যুবলীগের আহ্বায়ক শেখ হুমায়ুন কবির প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

সুনামগঞ্জের দিরাই উপজেলায় ৪টি উন্নয়ন প্রকল্পের কাজ শিগগিরই শুরু হচ্ছে

ঝালকাঠিতে ঈদ-উল আযহায় ৪৬ হাজার ২৪৯টি পরিবারকে খাদ্য সহায়তা পাবে