ভিতরে

সুনামগঞ্জের দিরাই উপজেলায় ৪টি উন্নয়ন প্রকল্পের কাজ শিগগিরই শুরু হচ্ছে

জেলার দিরাই উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) চারটি উন্নয়ন প্রকল্পের কাজ শিগগিরই শুরু হতে যাচ্ছে। একাজে মোট ব্যয় হবে প্রায় ৩২৫ কোটি ৮৬ লাখ টাকা। 
দিরাই উপজেলা প্রকৌশলী ইফতেখার হোসেন জানান, এলজিইডির গৃহীত চারটি উন্নয়ন প্রকল্প হলো- উপজেলার ১৭ কিলোমিটার দীর্ঘ দিরাই-শ্যামারচর সড়কটি প্রশস্থকরণ। সড়কটি ১৬ফুট থেকে বর্ধিত করে ২৪ফুট প্রশস্থ করা হবে। একাজে ব্যয় হবে প্রায় ৭০ কোটি টাকা। এছাড়াও প্রায় দুইশ’ কোটি টাকা ব্যয়ে পাথারিয়া-ভাটিপাড়া ভায়া বংলাবাজার সড়কটি সারাবছর যানবাহন চলাচলের উপযোগী করে নির্মান করা হবে। 
তিনি জানান, দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের সরালী তুফা এলাকায় ৫৫ কোটি ব্যয়ে কাজুয়া নদীর উপর ৫৫০ মিটার দীর্ঘ একটি সেতু নির্মান করা হবে।ইতিমেধ্য এ কাজের দরপত্র আহবান করা হয়েছে। পাশাপাশি, ৮৬ লাখ টাকা ব্যয়ে দিরাই পৌর এলাকায় কালনী ব্রীজের এপ্রোচ সড়কে ড্রেন, ফুটপাত ও আরসিসি সড়ক নির্মান করা হবে।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

সিলেটে আওয়ামী লীগ নেতা জমির উদ্দিন প্রধানের ইন্তেকাল

বাগেরহাটে সংসদ সদস্য শেখ তন্ময়ের উদ্যোগে ভ্রাম্যমাণ সবজি বাজার চালু