ভিতরে

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি ৬ দিন বন্ধ থাকবে

 পবিত্র ঈদুল ফিতর ও পহেলা বৈশাখ উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে টানা ৬দিন আমদানি রপ্তানি কার্যক্রম  বন্ধ থাকবে।
এ ছাড়া এ স্থল বন্দরে  বন্ধ থাকবে বন্দর অভ্যন্তরীণ সকল প্রকার কার্যক্রম। তবে স্বাভাবিক থাকবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার।
আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায়  বিষয়টি নিশ্চিত করেছেন  হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত।
তিনি জানান, ঈদুল ফিতর উপলক্ষে আগামী মঙ্গলবার ৯ এপ্রিল থেকে আগামী ১৪ এপ্রিল  রোববার পর্যন্ত ভারত থেকে এ বন্দরে কোন প্রকার পণ্য আমদানি করবেন না আমদানি-রপ্তানিকারকরা। আবার আগামী ১৫ এপ্রিল  সোমবার  সকাল থেকে পণ্য আমদানি-রপ্তানি যথারীতি শুরু হবে।
এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি শেখ আশরাফুল ইসলাম বলেন, ঈদুল ফিতর উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট ধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

উত্তর দিন

মন্তব্য করুন

বরগুনার দর্জিরা ব্যস্ত সময় পার করছেন

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে হামলায় আহত ৫, আটক ১২