ভিতরে

ঝিনাইদহে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

 ঝিনাইদহে নবী হোসেন নামে এক ব্যবসায়ীকে অপহরণ করে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ৫ জনকে যাবজ্জীবন ও ৭ জনকে ৫ বছর করে কারাদন্ড দিয়েছে আদালত। 
সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. বাহাউদ্দিন আহমেদ এ দন্ডাদেশ প্রদান করেন।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমাইল হোসেন বাদশা জানান, ২০১০ সালের ৭ অক্টোবর হরিনাকুন্ডু উপজেলার সাত ব্রীজ বাজারের ব্যবসায়ী নবী হোসেন বাড়ী থেকে ঝিনাইদহ শহরে আসার পথে নিখোঁজ হন। পরে তার পরিবারের কাছে মোবাইল ফোনে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ ঘটনায় তার ভাই দাউদ আলী বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় ৯ অক্টোবর  অজ্ঞাতদের আসামী করে একটি অপহরণ মামলা দায়ের করেন। পরবর্তীতে ওই মাসের ৩১ তারিখে যশোর সদর উপজেলার ছাতিয়ান তলা গ্রাম থেকে তার মাটিচাপা দেওয়া লাশ উদ্ধার করে পুলিশ। 
এই ঘটনায় পুলিশ তদন্ত শেষে ২০১১ সালে ২৪ মে ১৬ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করে। বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আসামী আনিছুর রহমান, রেন্টু হোসেন, চান্দু, আতিয়ার রহমান ও মানিক হোসেনকে যাবজ্জীবন কারাদন্ড এবং ৫ হাজার টাকা করে জরিমানা করে। একই সাথে নাছরিন খাতুন, আকরাম হোসেন, জামির আলী, অজিফা বেগম, এছেম আলী, ইউনুস মোল্লা ও পারুল বেগমকে ৫ বছরের কারাদন্ড দেওয়া হয়। এই মামলায় অপর ৪ জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

প্রবাসীদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ দেয়া উচিত

দক্ষিণ সিটি করপোরেশনের ‘ঢাকা টুরিস্ট গাইড ম্যাপ’ প্রকাশ