ভিতরে

অস্ট্রেলিয়ার চাপে ওয়েস্ট ইন্ডিজ

প্রথম দিনই সেঞ্চুরি করেছিলেন অস্ট্রেলিয়ার দুই ব্যাটার মার্নাস লাবুশেণ  ও ট্রাভিস হেড। তাদের জোড়া সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যাডিলেড টেস্টে ৭ উইকেটে ৫১১ রান তুলে প্রথম ইনিংস ঘোষনা করেছে অস্ট্রেলিয়া। জবাবে ৪ উইকেটে ১০২ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ। ৬ উইকেট হাতে নিয়ে ৪০৯ রানে পিছিয়ে ক্যারিবীয়রা। 
সিরিজে দিবা-রাত্রির  দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিন শেষে ৮৯ ওভারে ৩ উইকেটে ৩৩০ রান করেছিলো অস্ট্রেলিয়া। লাবুশেন  ১২০ ও হেড ১১৪ রানে অপরাজিত ছিলেন।
দ্বিতীয় দিন ১৬৩ রানে আউট হন লাবুশেন । ১৭৫ রানে ফিরেন হেড। লাবুশেন  ৩০৫ বল খেলে ১৪টি চার মেরেছেন। হেড ২১৯ বলের ইনিংসে চার ছিলো ২০টি। 
অস্ট্রেলিয়া ইনিংসের শেষ দিকে অপরাজিত ৪১ রান করেন উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি। ওয়েস্ট ইন্ডিজের আলজারি জোসেফ-ও ডেভন স্মিথ ২টি করে উইকেট নেন।
আজ চা-বিরতির আগে অস্ট্রেলিয়ার ইনিংস ঘোষনার পর ব্যাট হাতে নামে ওয়েস্ট ইন্ডিজ। ৯০ রানে চতুর্থ উইকেট হারায় তারা। সর্বোচ্চ ৪৭ রান নিয়ে দিন শেষ করেছেন ওপেনার ত্যাগনারায়ন চন্দরপল। অস্ট্রেলিয়ার মাইকেল নেসার ২টি উইকেট নেন। 

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

ভারতকে হোয়াইটওয়াশ করতে চায় অদম্য টাইগাররা

ভারতের বিপক্ষে কোন পরীক্ষা-নিরীক্ষা চালাবেনা বাংলাদেশ