ভিতরে

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগে মাহাবুব সভাপতি ও আজম সাধারণ সম্পাদক নির্বাচিত

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মাহাববু আলী খান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জিএম সাহাবুদ্দিন আজম।
আজ বৃহস্পতিবার বিকেলে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম এই কমিটি ঘোষণা করেন।
এছাড়াও শেখ ফজলুল করিম সেলিম গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে কাজী লিয়াকত আলী লেকু ও সাধারণ সম্পাদক হিসেবে আবু সিদ্দিক সিকদারের নাম ঘোষণা করেন।
এরপর তিনি গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি হিসাবে গোলাম কবির ও সাধারণ সম্পাদক আলীমুজ্জামান বিটুর নাম ঘোষণা করেন।
গোপালগঞ্জ শহরের পৌর পার্কে দুপুরে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 
সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি এমপি, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নার্গিস রহমান উপস্থিত ছিলেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

পার্বত্য চট্টগ্রামসহ দেশের সর্বত্র শান্তি বজায় রাখতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

শান্তি চুক্তির ফলে পার্বত্য জেলাগুলোর আর্থ-সামাজিক উন্নয়নের পথ সুগম হয়েছে : রাষ্ট্রপতি