ভিতরে

বয়স কুড়ি না পঞ্চাশ, সেটা বিবেচ্য হওয়া উচিত নয়: শিক্ষামন্ত্রী

বয়স কুড়ি না পঞ্চাশ, সেটা বিবেচ্য হওয়া উচিত নয়: শিক্ষামন্ত্রী
বয়স কুড়ি না পঞ্চাশ, সেটা বিবেচ্য হওয়া উচিত নয়: শিক্ষামন্ত্রী

বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে বয়স বিবেচ্য হওয়া উচিত নয় জানিয়ে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, ‘আমরা বলছি শিক্ষা হবে এখন জীবনমুখী। পাবলিক বিশ্ববিদ্যালয় দেশের জনগণের টাকায় চলে। বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে প্রতিবন্ধকতার দেয়ালগুলো তুলে দিতে হবে। যে কোনো বয়সে, যেকোনো মানুষের শিক্ষার অধিকার আছে। পরীক্ষা দিয়ে সবাই যোগ্যতার স্বাক্ষর রেখেই এখানে পড়তে আসবেন। তার বয়স কুড়ি না পঞ্চাশ, সেটাতো বিবেচ্য
শুক্রবার (৪ নভেম্বর) দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে পদার্থবিজ্ঞান বিভাগের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।তিনি বলেন, ‘আমাদের এখান থেকে পাস করে ভালো মেধাবীরা পাশ্চাত্যের বিভিন্ন দেশে পড়তে যান, গবেষণা করতে যান, শিক্ষকতা করতে যান। ওইসব দেশের দিকে তাকালে দেখি একটি মাত্র পরীক্ষা দিয়ে হার্ভার্ড, এমআইটিতে (ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি) ভর্তি হওয়া যায়। তাহলে কেন আমাদের দেশে একটি পরীক্ষা দিয়ে সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া যাবে না?’এ সময় শিক্ষার্থী ও অভিভাবকদের অর্থ সাশ্রয় ও ভোগান্তি কমাতে দেশের সব বিশ্ববিদ্যালয়কে গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার আহ্বান জানান তিনি। দীপু মনি বলেন, ভর্তি পরীক্ষায় পাঁচ-সাতটি বিশ্ববিদ্যালয় ছাড়া দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে এসেছে। এতে অর্থ সাশ্রয় ও ভোগান্তি কমেছে।

বিশ্ববিদ্যালয়গুলোর র‌্যাংকিং প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেকে বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়গুলো বিশ্ব র‌্যাংকিংয়ে এত পিছিয়ে আছে কেন? আবার কেউ কেউ বলেন, আমরা র‌্যাংকিংয়ের ধার ধারি না। এর কোনোটাই বোধ হয় সঠিক অ্যাপ্রোচ নয়। আমাদের র‌্যাংকিংয়ে সেখানেও যাওয়া উচিত।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও জাবি উপাচার্য মো. নূরুল আলম বলেন, বিশ্বসেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় আমাদের পাঁচজন শিক্ষক ও একজন ছাত্রের নাম এসেছে। এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের। শিক্ষার্থীদের কষ্টের কথা বিবেচনা করে আমরা এ মাসেই নতুন হলের উদ্বোধন করব। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আর ‘গণরুম’ শব্দটি থাকবে না।এ সময় অন্যদের মধ্যে উপ-উপাচার্য অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, পদার্থবিজ্ঞানী অধ্যাপক এ এ মামুন, গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের ডিন অধ্যাপক ফরিদ আহমদ, পদার্থবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক তাহমিনা ফেরদৌস প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার নির্দেশ

সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার নির্দেশ

গণসমাবেশের মাঠে জুমার নামাজ আদায় করলেন বিএনপির নেতা-কর্মীরা

গণসমাবেশের মাঠে জুমার নামাজ আদায় করলেন বিএনপির নেতা-কর্মীরা