ভিতরে

লিটনকে ব্যাট উপহার দিয়েছেন কোহলি

লিটনকে ব্যাট উপহার দিয়েছেন কোহলি
লিটনকে ব্যাট উপহার দিয়েছেন কোহলি

টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশ-ভারত ম্যাচ এখন অতীত। অ্যাডিলেডে গতকাল বুধবার অনুষ্ঠিত ম্যাচটিতে বাংলাদেশ মাত্র ৫ রানে হেরে যায়। ওপেনিংয়ে নেমে বিধ্বংসী ইনিংস উপহার দেন লিটন দাস। তার ২৭ বলে ৭ চার ৩ ছক্কায় ৬০ রানের ইনিংসের পরও বাকি ব্যাটারদের ব্যর্থতায় হেরে যায় বাংলাদেশ।লিটনের বিস্ফোরক ব্যাটিং বিশ্বজুড়েই প্রশংসা পাচ্ছে। খোদ বিরাট কোহলিও মুগ্ধ হয়েছেন তার ব্যাটিং দেখে। তাই ম্যাচ শেষে ডাইনিংয়ে গিয়ে নিজে থেকেই লিটনকে ব্যাট উপহার দেন কোহলি। এই খবরটি সাংবাদিকদের জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি জানান, ‘আমরা যখন ডাইনিং হলে বসে ছিলাম, তখন বিরাট কোহলি এসে লিটনকে একটা ব্যাট উপহার দেয়। আমি মনে করি এটা লিটনের জন্য অনেক বড় অনুপ্রেরণা। ‘চলতি বছরটা স্বপ্নের মতো কাটছে লিটন দাসের। ইতোমধ্যেই বাংলাদেশের হয়ে এক বছরে সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের রেকর্ড গড়ে ফেলেছেন। অথচ গত বছরের বিশ্বকাপে এই লিটনকে নিয়ে কতই না ট্রোল হয়েছে। লিটনের প্রশংসা করে জালাল ইউনুস বলেন, ‘লিটন একজন ক্ল্যাসিক ব্যাটার। আপনি তার শটগুলো দেখেন, ক্ল্যাসিক শট খেলে। সে ওয়ানডে আর টেস্টে ভালো খেলে। ইদানিং টি-টোয়েন্টিতেও ভালো করছে। গত বছর সে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো করতে পারেনি। তারপর থেকে তিন ফরম্যাটেই ভালো করছে লিটন। ‘

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সেমির আশা জিইয়ে রাখলো পাকিস্তান

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সেমির আশা জিইয়ে রাখলো পাকিস্তান

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ৮৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে নয়জনের মৃত্যু হয়েছে। যা চলতি একদিনে বছরে সর্বোচ্চ মৃত্যু। এর আগে গত ১৩ অক্টোবর একদিনে আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬১ জনে। আর নতুন আক্রান্তসহ বর্তমানে সারাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগীর সংখ্যা তিন হাজার ৬৭৬ জন।বৃহস্পতিবার (৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।প্রতিবেদনে বলা হয়, বুধবার (২ নভেম্বর) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৮৮২ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৪৯৮ জন এবং ঢাকার বাইরে ৩৮৪ জন। নতুন আক্রান্তসহ বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা ডেঙ্গুরোগীর সংখ্যা দাঁড়িয়েছে তিন হাজার ৬৭৬ জনে।চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ হাজার ৯৮৩ জন। এর মধ্যে ঢাকায় ২৭ হাজার ৬৪৬ জন এবং ঢাকার বাইরে রয়েছেন ১৩ হাজার ৩৩৭ জন। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩৭ হাজার ১৪৬ জন।

ডেঙ্গুতে রেকর্ড ৯ মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ৮৮২