ভিতরে

দ. আফ্রিকার বন্যা পরিস্থিতিকে জাতীয় দুর্যোগ ঘোষণা

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সাইরিল রামাফোসা সোমবার দেশটির পূর্ব উপকূলের ব্যাপক বন্যা পরিস্থিতিকে জাতীয় দুর্যোগ ঘোষণা করে সতর্ক করে দিয়ে বলেছেন, এক্ষেত্রে বিভিন্ন মৌলিক সেবা চালু করতে সময় লাগবে। খবর এএফপি’র।
টেলিভিশনে দেয়া এক ভাষণে তিনি বলেন, ‘এই মানবিক দুর্যোগে ব্যাপক ও জরুরি ত্রাণ প্রচেষ্টার আহ্বান জানানো হচ্ছে। এমন প্রাকৃতিক দুর্যোগ পরিস্থিতিতে মানুষের জীবন-জীবীকা চরম ঝুঁকির মুখে পড়েছে।’
তিনি বলেন,  এ দুর্যোগে ‘ডারবান বন্দর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্দরটি এ মহাদেশের বৃহৎ এবং ব্যস্ত শিপিং টার্মিনালগুলোর অন্যতম। এটি আমাদের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
প্রেসিডেন্ট বলেন, ডারবান নগরীর পূর্ব উপকূলে ব্যাপক বন্যা ও ভূমিদসে কমপক্ষে ৪৪৩ জনের মৃত্যু হয়েছে এবং এখনো ৪৮ জন নিখোঁজ রয়েছে।
তিনি আরো বলেন, ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত কিছু এলাকায় প্রবেশ করা যাচ্ছে না। এসব এলাকায় ১৬ টি স্কুল একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
এ জাতীয় দুর্যোগ মোকাবেলায় বাড়তি অর্থ ও সম্পদ ছাড় করা হয়েছে। মহামারি করোনাভাইরাস মোকাবেলায় একই ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

চীনের সাংহাইয়ে করোনায় মৃত্যু বাড়ছে

জাতিসংঘ পাঁচ স্থায়ী সদস্যের ভেটো দেয়ার ন্যায্যতা নিয়ে অধিবেশন আহবান