ভিতরে

জয়পুরহাটে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে কর্মসূচি গ্রহণ

” শিশুর জন্য বিনিয়োগ করি, সমৃদ্ধ বিশ্ব গড়ি ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শিশু অধিকার বাস্তবায়নে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে  আগামীকাল ৪ অক্টোবর থেকে ১০ অক্টোবর পর্যন্ত সপ্তাহ ব্যাপী জয়পুরহাটে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২১ উদযাপনে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 
জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি জয়পুরহাট জেলা শাখা যৌথ ভাবে ওই কর্মসূচির আয়োজন করেছে। শিশুরা জাতি গঠনের মূলভিত্তি। আজকের শিশু আগামী দিনের কর্ণধার। শিশুর সার্বিক উন্নয়ন নিশ্চিত করা ও অধিকার সংরক্ষণের মাধ্যমে একটি সৎ, দেশ প্রেমিক ও কর্মক্ষম ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার লক্ষ্য নিয়ে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২১ উদযাপন উপলক্ষে গ্রহণ করা হয়েছে নানা কর্মসূচি । ৪ অক্টোবর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে আয়োজিত  ৭ দিন ব্যাপী কর্মসূিচর প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করবেন জেলা প্রশাসক মো: শরীফুল ইসলাম।  জেলা শিশু একাডেমির  শিশু বিষয়ক কর্মকর্তা শাহ মো: ইসাহাক আলী বলেন, বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপনের জন্য ৪ থেকে ১০ অক্টোবর পর্যন্ত সপ্তাহ ব্যাপী  নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।  শিশু অধিকার সপ্তাহ  উপলক্ষে গৃহীত  কর্মসূচির মধ্যে রয়েছে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা ও কন্যা শিশুদের রচনা প্রতিযোগিতা, ’’ বিনিয়োগ হোক প্রারম্ভিক শৈশবেই’’ বিষয়ক আলোচনা ও শিশুসহ তাদের অভিভাবকদের সমন্বয়ে ক্র্যাফ্ট বানিয়ে জমা দান,  বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের জন্য রয়েছে ’ইচ্ছে মতো’ অভিভাবক ও শিশুদের নিয়ে আলোচনা, চিত্রাংকন প্রতিযোগিতা, ’বঙ্গবন্ধুকে জানো, বাংলাদেশকে জানো’ কুইজ প্রতিযেগিতা এবং সব শেষে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তিন শতাধিক শিশু এতে অংশগ্রহণ করবেন বলে আশা প্রকাশ করেন তিনি। 

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

নবনির্মিত ব্রিজের মাধ্যমে রাঙ্গামাটি শহরের সাথে সংযুক্ত ৩টি গ্রামের মানুষ

মাগুরায় ১৪৪ জন রোগীর মধ্যে অনুদানের চেক বিতরণ