ব্যাপক উৎসাহ উদ্দীপনায় জেলা মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল সোমবার। সম্মেলনকে ঘিরে সাজ সাজ রব পড়েছে নেতাকর্মীদের মধ্যে।
জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা ও সাবেক এমপি মাহফুজা মন্ডল রিনা জানান, সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করবেন সাবেক এমপি ও বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ সাফিয়া খাতুন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিক মাহমুদা বেগম। এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাড: সামছুল আলম দুদু, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান রকেট ও সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল। সম্মেলনে সভাপতিত্ব করবেন জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রেবেকা সুলতানা।
২০০৮ সালের ১১ ডিসেম্বর জেলা মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে রেবেকা সুলতানা সভানেত্রী ও মাহফুজা মন্ডল রিনা সাধারণ সম্পাদিকা নির্বাচিত হন। দীর্ঘদিন পর হলেও মহিলা আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে সম্মেলনকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে।
ভিতরে জাতীয়
জয়পুরহাটে মহিলা আওয়ামী লীগের সম্মেলনকে ঘিরে সাজ সাজ রব
