ভিতরে

শোকাবহ আগস্টে বঙ্গবন্ধু ও তার পরিবারকে সিরিজ উৎসর্গ

বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টুয়েন্টি সিরিজ নামকরণ করা হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে। ৪-১ ব্যবধানে সিরিজ জিতে টাইগার দল সেটি উৎসর্গ করেছে জাতির পিতা ও তার পরিবারকে।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের হাত থেকে সিরিজের ট্রফি নেয়ার আগে বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, শোকের মাস আগস্টে এই জয় জাতির পিতা ও তার পরিবারকে উৎসর্গ করছি।

প্রথমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের পর সোমবার মিরপুরে শেষ ম্যাচে ব্যবধান আরও বাড়িয়েছে বাংলাদেশ। ঐতিহাসিক সিরিজটিতে পঞ্চম ম্যাচে টাইগারদের বোলিং হয়েছে আরও দুর্দান্ত। প্রতিপক্ষকে তাদের ইতিহাসের সর্বনিম্ন টি-টুয়েন্টি সংগ্রহ ৬২ রানে গুটিয়ে দিয়ে মাহমুদউল্লাহর দল জিতেছে ৬০ রানে।

মিরপুরে ১২৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়া গুটিয়ে যায় ১৩.৪ ওভারে। টি-টুয়েন্টিতে অজিদের সর্বনিম্ন রানে অলআউট করে দেয়ার ম্যাচে বাংলাদেশ জিতেছে নিজেদের সর্বোচ্চ রানের ব্যবধানে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনো সংস্করণেই আগে সিরিজ জেতেনি বাংলাদেশ। এই সিরিজের আগে টি-টুয়েন্টিতে অজিদের বিপক্ষে জয় ছিল না টাইগারদের।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

টি-টুয়েন্টিতে ১০০ উইকেট ও হাজার রানে সাকিবই প্রথম

এসএসসি পাসে বিমান বাহিনীতে চাকরির সুযোগ