ভিতরে

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত

ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার বোর্ড অফিস এলাকায় আজ এক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো একজন। 
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা  থেকে  ছেড়ে আসা পঞ্চগড়গামী একটি ট্রাক বোর্ড অফিসের সামনে পৌঁছে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই  অটোরিকশার দুই যাত্রী প্রাণ হারায়। পরে গুরুতর আহত অবস্থায় আরো তিনজনকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি হয়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে পথে আরেকজন মারা যায়। ঘাতক ট্রাকটি আটক করেছে পুলিশ। 
এদিকে এ ঘটনার পর বিক্ষুদ্ধ জনতা ২/৩ ঘন্টা সড়ক অবরোধ করে রাখে। এসময় ঢাকা-পঞ্চগড় মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর  হোসেন জানান, ট্রাক আটক করা হয়েছে। আইগত ব্যবস্থা নেয়া হচ্ছে। এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানায় পৃথক মামলা হয়েছে।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

স্বাস্থ্যবিধি মেনে সিলেটে সকল রুটে ট্রেন ও বাস চলাচল শুরু

এফবিসিসিআই’র পক্ষ থেকে রংপুরে স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা সামগ্রী প্রদান