ভিতরে

২৭৬ রান অলআউট জিম্বাবুয়ে : মিরাজের ৫ উইকেট

বাংলাদেশী স্পিনারদের বোলিং তোপে স্বাগতিক জিম্বাবুয়ে প্রথম ইনিংসে  ২৭৬ রানে  অলআউট  হয়ে গেছে। 
 মেহেদি হাসান  মিরাজ  ৮২ রানে ৫টি এবং সাকিব আল হাসান ৮২ রানে ৪ উইকেট শিকার করেন। 
সফরে একমাত্র টেস্টে  হারারে স্পোর্টস ক্লাবে  প্রথম ইনিংসে বাংলাদেশের  সংগ্রহ ছিল ৪৬৮ রান। যার   সুবাদে  প্রথম ইনিংস থেকে  ১৯২ রানের লীড পায় টাইগাররা।
 জিম্বাবুয়ের হয়ে অভিষেক হওয়া  ওপেনার কাদুজাওয়ানসে দলের পক্ষে সর্বোচ্চ ৮৭ রান করেন। ৩১১ বল মোকাবেলায় ৯টি বাউন্ডারি  হাকান তিনি।  
 এছাড়া ভারপ্রাপ্ত অধিনায়ক  বেন্ডন টেলর  করেন ৮২ এবং রেজিস চাকাভা  ৩১ রানে অপরাজিত থাকেন। 
 অসাধারন বোলিং করা সত্বেও বাংলাদেশী পেসার তাসকিন আহমেদ দুর্ভাগ্যজনকভাবে ৪৬ রানে নেন ১ উইকেট।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

বিশ্ববরেণ্য হলেও প্রত্যক্ষ অংশগ্রহণ দিয়ে কোপা জিততে পারেননি মেসি ও নেইমার

সিরিয়ায় ত্রাণ সহায়তার মেয়াদ আরো ৬ মাস বৃদ্ধির প্রস্তাব রাশিয়ার