ভিতরে

ঠাকুরগাঁওয়ে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

জেলার হরিপুর উপজেলায় আজ চলতি খরিপ-২ /২০২১-২২ মৌসুমে রোপা আমন আবাদ বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলায় মোট এক হাজার ৬০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে এসব বীজ ও সার বিতরন করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা নইমুল হুদা সরকার-এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হরিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ জিয়াউল হাসান মুকুল। বিশেষ অতিথি ছিলেন হরিপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিম।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৪৭০ জন কৃষককে প্রতিবিঘা জমির জন্য উফশী জাতের পাঁচকেজি ধানবীজ, দশকেজি ডিএপি ও দশকেজি এমওপি সার প্রদান করা হয়।
অন্যদিকে, উপজেলার ৫৯০ জন কৃষককে প্রতিবিঘা জমির জন্য হাইব্রিড জাতের দুইকেজি ধানবীজ, বিশকেজি ডিএপি সার ও দশকেজি এমওপি সার প্রদান করা হয়।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

আরও দুই ক্রিকেটারের ক্যারিয়ার শেষ হলো ভারতীয় জুয়াড়িদের কারণে

সম্মান নয়, এসএলসি চায় অর্থ : রানাতুঙ্গা