ভিতরে

সম্মান নয়, এসএলসি চায় অর্থ : রানাতুঙ্গা

চলতি মাসের  দ্বিতীয় সপ্তাহে সিমিত ওভারের সিরিজ শ্রীলংকা সফর  করবে ভারতীয়  ক্রিকেট দল। তবে  সফরে  আসছে না ভারকীয় দলের  নিয়মিত  খেলোয়াড়রা। লংকা সফরে   ‘দ্বিতীয় সারির’ দল পাঠাচ্ছে  ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আর ভারতের  দ্বিতীয় সারির দলের  সফরে রাজি হওয়ায়  নিজ দেশের ক্রীড়া কর্তাদের সমালোচনা করেছেন বিশ্বকাপ জয়ী  শ্রীলংকা দলের অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা। 
শ্রীলংকার ক্রীড়ামন্ত্রী নামাল রাজাপাকসে ও শ্রীলংকা ক্রিকেটকে আক্রমণ  করে ৫৭ বছর বয়সী  রানাতুঙ্গা বলেন, এ সফর  দেশের সম্মান হানি  করেছে, দেশকে ছোট করা হয়েছে। 
তিনটি করে ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলতে গত সোমবার শ্রীলংকা পৌঁছেছে শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন ভারতীয় দল।  আগামী ১৩ জুলাই ম্যাচ দিয়ে সিরিজ শুরু করবে  দুই দল। 
 তারকা খেলোয়াড়দের মধ্যে ভারতীয় দলে নেই বিরাট কোহলি, রোহিত শর্মা, মোহাম্মদ সামি, জসপ্রিত বুমরাহ ও ঋসভ পন্ত।  সবাই  আগামী মাসে শুরু  হওয়া  টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ডে  প্রস্তুতি নিচ্ছেন। 
 রানাতুঙ্গা বলেন, ‘লংকা সফরে আসা দলটি ভারতের  সেরা দল নয়, এটা তাদের দ্বিতীয় সারির  দল।  আমাদের ক্রীড়ামন্ত্রী বা  ক্রিকেট  প্রশাসকরা এটা জানে না?’
‘র‌্যাংকিংয়ে  হয়তোবা  শ্রীলংকার  অবনমন  হয়েছে। তবে  ক্রিকেটীয়  জাতি হিসেবে  আমাদের একটা পরিচিতি আছে।  আমাদের একটা নুসাম আছে।  ভারতীয় একটা  দ্বিতীয়  সারির দলের বিপক্ষে আমাদের সেরা  খেলানো উচিত নয়।’
হয়তোবা  
১৯৯৬ বিশ্বকাপ জয়ী লংকা দলের অধিনায়ক রানাতুঙ্গা বলেন, খেলাটির  কর্মকর্তাদের অধ:পতন হয়েছে। খেলার মানোন্নয়ন দক্ষতা বাড়াতে বড় ধরনের  পরিবর্তনের দরকার। 
 তিনি বলেন  কর্মকর্তরা শ্রীলংকান খেলোয়াড়দের সম্মানের বিষয়টি ভাবেনি। রানাতুঙ্গার  মতে  ক্রিকেট কর্তরা  আর্থিক লাভের কথাটি ভেবেছে। 
 রানাতুঙ্গা বলেন,‘ ভারতের  দ্বিতীয় সারির দলের বিষয়টি  মেনে নেয়ার পিছনে গোপন রহস্য হচ্ছে টিভি স্বত্ব। এর অর্থ হচ্ছে ভারতের বি’ দলের  আমাদের খেলোয়াড়দের মাঠে নামানো  মানে  বোর্ড  এ সিরিজ থেকে অর্থ কামাতে চায়।’

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

ঠাকুরগাঁওয়ে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

নিজ শহরে অংকিত মেসির বহুমাত্রিক মুরাল