ভিতরে

চাঁপাইনবাবগঞ্জে বারি-৩০ গম বীজের উৎপাদন ও সংরক্ষণ বিষয়ক মাঠ দিবস-২০২১

চাঁপাইনবাবগঞ্জ – শিবগঞ্জ -২৫/৩/২১ বৃহস্পতিবার। –শাহনেওয়াজ দুলাল– চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় বারি-৩০ গম বীজের উৎপাদন ও সংরক্ষণ বিষয়ক মাঠ দিবস-২০২১ অনুষ্ঠিত। আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় শিবগঞ্জ উপজেলার কানসাট লাহার পুরে নতুন জাতের গম বীজ বারি-৩০ এর উৎপাদন ও সংরক্ষণ শীর্ষক মাঠ দিবস-২০২১ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনিস্টিউট দিনাজপুর এর উদ্যোগে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের সহযোগিতায় মাঠ দিবসে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনিস্টিউট রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ ইলিয়াস হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের মাননীয় সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি এম পি,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য চাঁপাইনবাবগঞ্জ( ১) শিবগঞ্জ আসনের মাননীয় সংসদ সদস্য ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল এম পি, বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনিস্টিউটে দিনাজপুর এর মহা পরিচালক মোঃ এছরাইল হোসেন, বাংলাদেশ কৃষি গবেষণা কেন্দ্র গাজিপুর এর মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সাইফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল মতিন,জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাজিবুর রহমান। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, উন্নত প্রযুক্তি ব্যাবহার করে কৃষি কর্মকর্তাদের পরামর্শ নিয়ে কৃষককে আরো কার্যকরী ভুমিকা রাখতে হবে। গম ও ভুট্টা গবেষণা ইনিস্টিউট দিনাজপুর কেন্দ্রের মহাপরিচালক এছরাইল হোসেন বলেন বারি-৩০ জাতের গমে প্রচুর জিংক আছে যা মানব দেহের জন্য খুব উপকারী এবং এর বিঘাপ্রতি উৎপাদন প্রায় ২৪/২৫ মন।তাই কৃষকদের এ জাতের গম উৎপাদনে এগিয়ে আসতে হবে।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

শাল্লা গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের উপর সন্ত্রাসী হামলা, বাড়ি, মন্দির ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন।

বাজেটে দেশীয় শিল্পকে গুরুত্ব দিতে চায় এনবিআর