ভিতরে

শাল্লা গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের উপর সন্ত্রাসী হামলা, বাড়ি, মন্দির ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন।

চাঁপাইনবাবগঞ্জ-২৫/৩/২১ বৃহস্পতিবার। –শাহনেওয়াজ দুলাল– সুনামগঞ্জের শাল্লা গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের উপর সন্ত্রাসী হামলা, বাড়ি, মন্দির ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত। আজ সকাল ১১ টায় নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার উদ্যোগে সুনামগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতার দাবিতে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সন্ত্রাসী হামলার ঘটনায় দোষীদের গ্রেফতার ও বিচারের দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য কমল ত্রিবেদী, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আহ্বায়ক ডাবলু কুমার ঘোষ, সদস্য সচিব ধননঞ্জয় দাস,সাদা মনের মানুষ শ্রী কানাই চন্দ্র দাস, কলেজ শিক্ষক কনক রন্জন দাস, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী স্বপন কুমার ঘোষ, সাধারণ সম্পাদক তরুণ সাহা,জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক দীলিপ রায়। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে সনাতন ধর্মাবলম্বীদের উপর হামলার ঘটনায় দোষী সাম্প্রদায়িক শক্তি ও স্বাধীনতা বিরোধীদের দায়ী করে দোষীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান মানববন্ধনে উপস্থিত সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

শান্তিপূর্ণ ও সমৃদ্ধ দক্ষিণ এশিয়া গড়তে একযোগে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

চাঁপাইনবাবগঞ্জে বারি-৩০ গম বীজের উৎপাদন ও সংরক্ষণ বিষয়ক মাঠ দিবস-২০২১