ভিতরে

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ঘুড়ি উৎসব এর উদ্বোধন।

আজ শনিবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের মহানন্দা ব্রিজ সংলগ্ন দৃষ্টিনন্দন পার্কে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ঘুড়ি উৎসবের শুভ উদ্বোধন করা হয়। ঘুড়ি উৎসবে জেলা প্রশাসক মুন্জুরুল হাফিজের সভাপতিত্বে শুভ উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবেের সহধর্মীনি রওশন আরা খানম। চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী ঝান্ডি খেলা,লোক গম্ভীরা গান পরিবেশনের মধ্যে দিয়ে ঘুড়ি উৎসবের আয়োজন করা হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এ কে এম তাজকির উজ জামান, সহকারী কমিশনার রুহুল আমিন, সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার নাজমুল ইসলাম সরকার, দেবীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম, ইসলাম পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান টিপু,শাহজাহান পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, চর অনুপনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম এবং জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মোঃ ফারুকুর রহমান ফয়সাল। উৎসবে ৫০ জন প্রতিযোগি ঘুড়ি উৎসবে অংশগ্রহণ করে। উৎসবে রংবেরঙের বিভিন্ন ধরনের ঘুড়ি উড়ানো হয়।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

পারস্পরিক কল্যাণে বাংলাদেশ-শ্রীলংকা সম্পর্ক আরো জোরদারে দৃঢ়প্রত্যয় পুনর্ব্যক্ত

দি চেম্বার্স অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি চাঁপাইনবাবগঞ্জের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত।