ভিতরে

তিন মাসে বাণিজ্য ঘাটতি ৭৮ হাজার কোটি টাকা

তিন মাসে বাণিজ্য ঘাটতি ৭৮ হাজার কোটি টাকা
তিন মাসে বাণিজ্য ঘাটতি ৭৮ হাজার কোটি টাকা

চলতি (২০২২-২৩) অর্থবছরের প্রথম তিন মাসে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ৭৮ হাজার ৩১০ কোটি টাকা (৭৫৫ কো‌টি ডলার)। বৈদেশিক লেনদেনের ঘাটতিও ছাড়িয়েছে ৩ দশমিক ৬ বিলিয়ন ডলার।বৃহস্পতিবার (৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক বৈদেশিক লেনদেনের চলতি হিসাবের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে চলতি অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) এক হাজার ৯৩৫ কোটি ডলারের পণ্য আমদানি করা হয়েছে। এর বিপরীতে মাত্র ১ হাজার ১৮০ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। ফলে বাংলাদেশ এই সময়ে বাণিজ্য ঘাটতিতে পড়েছে ৭৫৫ কোটি (৭ দশ‌মিক ৫৫ বি‌লিয়ন) ডলার। দেশীয় মুদ্রায় (১০৩ টাকা ৮৫ পয়সা ধরে) এর পরিমাণ ৭৮ হাজার ৩১০ কোটি টাকা।

এ খাতের সঙ্গে সম্পৃক্তরা বলছেন, রপ্তানির তুলনায় আমদানি বেশি, বিশ্ববাজারে জ্বালানিসহ সব ধরনের পণ্যের মূল্য ঊর্ধ্বমুখী ও আশানুরূপ ছিলনা। এ জন্যই বহির্বিশ্বের সঙ্গে বাণিজ্য ঘাটতিতে পড়েছে বাংলাদেশ।এ সময়ে সেবা খাতের বাণিজ্য ঘাটতিও বেড়েছে। সেপ্টেম্বর মাস শেষে সেবা খাতে বাংলাদেশ আয় করেছে ২২৩ কোটি ডলার। অন্যদিকে সেবা খাতে দেশের ব্যয় হয়েছে ৩৩৩ কোটি ডলার। সেবা খাতের ঘাটতি দাঁড়িয়েছে ১১০ কোটি ডলার। আগের অর্থবছরের একই সময়ে ঘাটতি ছিল ৬০ কোটি ৬০ লাখ ডলার।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

ইমরানকে হত্যার সর্বোচ্চ চেষ্টা করেছি: হামলাকারী

ইমরানকে হত্যার সর্বোচ্চ চেষ্টা করেছি: হামলাকারী

যেকোনো সময় নতুন জঙ্গি সংগঠনের হামলার শঙ্কা

যেকোনো সময় নতুন জঙ্গি সংগঠনের হামলার শঙ্কা