ভিতরে

যৌতুক দাবী এবং নির্যাতনের অভিযোগে চিকিৎসক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদকঃ

স্ত্রীর করা মামলায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কার্ডিওলজি বিভাগের চিকিৎসক জোনায়েত বাতেনকে (৪৬) গ্রেপ্তার করেছে পুলিশ। যৌতুকের দাবী এবং নির্যাতনসহ দুটি মামলায় গতকাল বৃহস্পতিবার (৪ঠা ফেব্রুয়ারী,২০২১) রাত ১১টার দিকে শাহবাগ থানা–পুলিশ জোনায়েত বাতেনকে রাজধানীর কাঁটাবন এলাকার ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) তমেজ উদ্দিন আজ শুক্রবার সকালে সংবাদ মাধ্যমকে বলেন, “প্রথম স্ত্রীর দুটি মামলায় (১৩৩/২০ এবং ১৬৯/২০) গত বছরের ডিসেম্বরে ওই চিকিৎসকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। গতকাল রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ সকালে থানা থেকে তাঁকে আদালতে পাঠিয়ে দেওয়া হয়েছে।” এসআই জানান, মামলায় জোনায়েত বাতেনকে বিএসএমএমইউর চিকিৎসক বলে উল্লেখ করা হয়েছে।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

২১ জন গুণীজনকে রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ সম্মাননা একুশে পদক।

অং সান সু চির মুক্তি দাবি মায়ানমার নিরাপত্তা পরিষদের