ভিতরে

নিউজিল্যান্ড দলে উইলিয়ামসনের চাচাতো ভাই ক্লিভার

ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টের জন্য দলে নেয়া হয়েছে ব্যাক-আপ উইকেটরক্ষক-ব্যাটার ডেন ক্লিভারকে। 
ইনজুরিতে পড়া কাম ফ্লেচারের জায়গায় প্রথমবারের মত টেস্ট দলে ডাক পেয়েছেন ক্লিভার। 
নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনের চাচাতো ভাই ক্লিভার। গত মার্চে নেদারল্যান্ডসের বিপক্ষে নেপিয়ারে একমাত্র টি-টোয়েন্টিতে দলে ডাক পেয়েছিলেন ক্লিভার। তবে ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে যায়। প্রথম শ্রেনির ক্রিকেটে ৬৬ ম্যাচে ৭টি সেঞ্চুরি ও ২৬টি হাফ-সেঞ্চুরিতে ৩৯৯১ রান করেছেন ৩০ বছর বয়সী ক্লিভার।
ইতোমধ্যে তিন ম্যাচের টেস্ট সিরিজ হেরে বসে আছে বিশ^ চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড। সিরিজের প্রথম দুই ম্যাচেই হার মানে তারা। ক্যাম্পে করোনা প্রকোপের পর ইনজুরি সমস্যায়  ভুগছে  নিউজিল্যান্ড। 
ফ্লেচার ছাড়াও পিঠের ইনজুরিতে দেশে ফিরেছেন পেসার কাইল জেমিসন। ট্রেন্ট ব্রিজে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন পিঠের ইনজুরিতে পড়েন জেমিসন। ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। তার জায়গায় দলে সুযোগ পান পেসার ব্লেয়ার টিকনার।
আগামী ২৩ জুন থেকে লিডসে শুরু হবে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

করোনায় আক্রান্ত হওয়ায় ইংল্যান্ডে যাননি অশ্বিন

৩শ উইকেট লক্ষ্য রোচের