ভিতরে

করোনায় আক্রান্ত হওয়ায় ইংল্যান্ডে যাননি অশ্বিন

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। এরফলে ইংল্যান্ড সফরে যেতে পারেননি তিনি। 
আগামী পহেলা জুলাই থেকে এজবাস্টনে স্থগিত হওয়া টেস্ট খেলবে ভারত ও ইংল্যান্ড। করোনায় আক্রান্ত হওয়ায় ঐ টেস্টে অনিশ্চিত হয়ে পড়েছেন অশি^ন। তবে কোভিড থেকে সেরে উঠলে সকল প্রটোকল মেনেই দলে যোগ দিবেন অশি^ন। গত ১৬ জুন ইংল্যান্ডে পৌঁছে গেছে দলের অন্য সদস্যরা। 
পিটিআইকে বিসিসিআইয়ের একটি সূত্র জানিয়েছে, ‘অশ্বিন দলের সাথে ইংল্যান্ডে যাননি, কারণ যাবার আগে কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ হন অশি^ন।  তবে আমরা আশাবাদী পহেলা জুলাই থেকে টেস্ট শুরুর আগেই সুস্থ হয়ে উঠবেন অশি^ন। তবে লিচেষ্টারশায়ারের বিপক্ষে অনুশীলন ম্যাচটি মিস করবেন।’  
বর্তমানে ভারতের অন্যান্য ক্রিকেটাররা লিস্টারে রয়েছেন এবং বোলিং কোচ পরশ মামব্রে এবং ব্যাটিং কোচ বিক্রম রাঠোর তত্ত্বাবধানে অনুশীলন করছেন। 
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষে একত্রে লন্ডনে পা রাখেন কোচ রাহুল দ্রাবিড়, ঋসভ পান্থ ও শ্রেয়াস আইয়ার। আজ লিচেষ্টার পৌঁছেছেন  তারা। 
২৪ জুন থেকে কাউন্টি দল লিচেষ্টারের বিপক্ষে চার দিনের অনুশীলন ম্যাচ খেলবে ভারত। 
ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট শেষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে ভারত।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

বিরতিটা কোহলির জন্য দারুন সহায়ক হবে মনে করছেন ম্যাকগ্রার

নিউজিল্যান্ড দলে উইলিয়ামসনের চাচাতো ভাই ক্লিভার