ভিতরে

লালমোহনে ইমাম, মুয়াজ্জিনদের মাঝে নগদ অর্থ বিতরণ

জেলার লালমোহন উপজেলায় আজ আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে ইমাম, মুয়াজ্জিন ও মাওলানাদের নিয়ে কোভিড-১৯ স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রত্যেকের মাঝে মাস্ক, পিপিই, ফেইস শিল্ড ও নগদএক হাজার করে টাকা বিতরণ করা হয়। মঙ্গলবার দুপুরে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন নিজ উদ্যোগে এসব বিতরণ করেন।
এখানে এমপি শাওন বলেন, করোনাকালীন সময়ে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে পশু  কোরবানী করে বর্জ্য নির্ধারিত স্থানে ফেলতে হবে। পরিবশে দুষিত হয় এমন কিছু করা যাবেনা। এটা রক্ষার দায়িত্ব পালনে ইমাম-মুয়াজ্জিনগণ অগ্রণী ভূমিকা পালন করতে পারেন। 
অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমনসহ উপজেলার ৫’শ ইমাম ও মুয়াজ্জিনগণ উপস্থিত ছিলেন।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

করোনায় আক্রান্ত মানুষের পাশে বাগেরহাট রেড ক্রিসেন্ট

কাপ্তাইয়ে কৃষকের মাঝে ফলদ ও বনজ চারা বিতরণ