ভিতরে

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন ক্রুস

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষনা দিয়েছেন জার্মান মিডফিল্ডার টনি ক্রুস। ইংল্যান্ডের বিপক্ষে শেষ ১৬‘র লড়াইয়ে জার্মানীর ২-০ গোলের পরাজয়ের একদিন পরেই ক্রুস এই ঘোষনা দিলেন।
এ সম্পর্কে রিয়াল মাদ্রিদের ৩১ বছর বয়সী এই তারকা টুইটারে বলেছেন, ’জার্মানীর হয়ে আমি ১০৬টি ম্যাচ খেলেছি। এখন আর এখানে থাকতে চাচ্ছিনা। এই টুর্ণামেন্টের পরে অবসরের সিদ্ধান্তটা আগেই নিয়ে রেখেছিলাম। ২০২২ কাতার বিশ্বকাপ কোনভাবেই আমার পরিকল্পনায় ছিলনা। আগামী সময়গুলোতে আমি পরিপূর্ণ ভাবে রিয়াল মাদ্রিদে মনোনিবেশ করতে চাই। এছাড়াও পরিবারে একজন বাবা ও একজন স্বামী হিসেবেও আমি এখন সময় কাটাতে চাই।‘
অবসরের ঘোষনার সময় তিনি সমর্থক ও একইসাথে সমালোচকদের ধন্যবাদ জানিয়েছেন। বিশেষ ধন্যবাদ  জানিয়েছেন জার্মানীর বিদায়ী কোচ জোয়াচিম লোকে। ১৫ বছরের দায়িত্ব শেষে ইউরোর বিদায়ের পর লো‘ও জার্মান দলকে বিদায় জানিয়েছেন। ক্রুস লিখেছেন, ‘তিনি  আমাকে জাতীয় দলের খেলোয়াড় বানিয়েছে। তার অনুপ্রেরনায় আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছি। তিনি আমাকে বিশ্বাস করেন। আমরা একসাথে অনেক শক্তিশালী সাফল্যের গল্প লিখেছি।‘
২০১০ সালে আর্জেন্টিনার বিপক্ষে একটি প্রীতি ম্যাচে লো প্রথমবারের মত ক্রুসকে জাতীয় দলে খেলার সুযোগ দিয়েছিলেন। ঐ বছরই দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ক্রুস অল্প কিছু সময়ের জন্য মাঠে নেমেছিলেন। তৃতীয় স্থান নিয়েই সেবার জার্মানরা বিশ্বকাপ শেষ করেছিল। চার বছর পর বিশ্বকাপ জয়ী দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ক্রুস।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

ইউরো ২০২০: সুইজারল্যান্ডকে কাঁদিয়ে সেমিফাইনালে স্পেন

ফুটবল-কোপা : প্যারাগুয়েকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে সেমিতে পেরু