ভিতরে

নড়াইলে করোনা সংক্রমণ রোধে সংসদ সদস্য মাশরাফির ব্যতিক্রমী উদ্যোগ

জেলায় করোনা সংক্রমণ প্রতিরোধে নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। তিনি নিজস্ব তহবিল থেকে জেলায় ১০টি ‘করোনা প্রতিরোধক বুথ’ স্থাপন করেছেন। 
এসব বুথ থেকে যেকেউ সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত হ্যান্ড স্যানিটাইজ এবং ফ্রি সার্জিক্যাল মাস্ক নিয়ে ব্যবহার করতে পারবেন।
আজ বুধবার দুপুরে ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’-এর আয়োজনে নড়াইল প্রেসক্লাবের সামনে জেলা শহরে ৬টি বুথের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। 
এ সময় পুলিশ সুপার প্রবীর কুমার রায়, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু এবং সংসদ সদস্য মাশরাফির পিতা ও নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের উপদেষ্টা গোলাম মুর্তজা স্বপন উপস্থিত ছিলেন। 
শহরে করোনা প্রতিরোধক বুথগুলি হলো রূপগঞ্জ বাসষ্টান্ড, নড়াইল প্রেসক্লাব চত্বর, সদর হাসপাতালের সামনে, পুরাতন বাস টার্মিনালের সামনে, নড়াইল চৌরাস্তা এবং আদালত চত্বর।
উদ্যোক্তারা জানিয়েছেন, আগামিকাল বৃহস্পতিবার লোহাগড়া উপজেলা সদরের চারটি জায়গায় এ করোনা প্রতিরোধক বুথ স্থাপন করা হবে।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু

লালমনিরহাটে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ