ভিতরে

ইউরো চ্যাম্পিয়নশীপের কোয়ার্টার ফাইনালের লাইন-আপ চূড়ান্ত

গত ১২ জুন থেকে শুরু হওয়া দুই সপ্তাহের হাড্ডাহাড্ডি লড়াইয়ে পর ইউরো ২০২০‘র গ্রুপ পর্ব শেষে সেরা ১৬টি দল নক আউট পর্বের জমাট লড়াইয়ের দায়িত্ব শেষ করেছে। এখন অপেক্ষা শেষ আটের লড়াই।
গতকালই শেষ হয়েছে শেষ ১৬‘র আটটি ম্যাচ। এর আগে হয়েছে গ্রুপ পর্বের ৩৬টি ম্যাচ। গ্রুপ পর্ব শেষে শেষ ১৬‘তে জায়গা করে নিয়েছিল ছয়টি গ্রুপের শীর্ষ দুটি করে দল ও সেরা চারটি তৃতীয় দল। 
এরপর শেষ ১৬‘র নাটকীয়তা শেষে কোয়ার্টার ফাইনালের মঞ্চে পৌঁছানো দলগুলো হচ্ছে সুইজারল্যান্ড, স্পেন, বেলজিয়াম, ইতালি, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, ইউক্রেন ও ইংল্যান্ড। 
আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনালের লড়াই।
ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপের ৬০ বছরের ইতিহাসে এবারই প্রথম ইউরোপের ১১টি বড় শহরে গ্রুপ পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়েছে। 
কোয়ার্টার ফাইনালের সূচী (বাংলাদেশ সময় অনুযায়ী) : 
২ জুলাই : সুইজারল্যান্ড বনাম স্পেন, ক্রেস্টোভস্কি স্টেডিয়াম, সেন্ট পিটার্সবার্গ, রাত ১০টা
৩ জুলাই : চেক প্রজাতন্ত্র বনাম ডেনমার্ক, অলিম্পিক স্টেডিয়াম, বাকু, রাত ১০টা
৩ জুলাই  : বেলজিয়াম বনাম ইতালি, আলিয়াঁজ এরিনা, মিউনিখ, রাত ১টা 
৪ জুলাই : ইংল্যান্ড বনাম ইউক্রেন, স্তাদিও অলিম্পিকো, রোম, রাত ১টা।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

নেদারল্যান্ডের কোচের পদ থেকে ছাড়লেন ডি বোয়ার

১ রানের রোমাঞ্চকর জয় দক্ষিণ আফ্রিকার