ভিতরে

নেদারল্যান্ডের কোচের পদ থেকে ছাড়লেন ডি বোয়ার

চেক প্রজাতন্ত্রের কাছে পরাজিত হয়ে ইউরো চ্যাম্পিয়নশীপের শেষ ১৬ থেকে নেদারল্যান্ড বিদায় নেবার পর এবার কোচের পদ ছাড়লেন ফ্রাংক ডি বোয়ার। 
রোবাবার সন্ধ্যায় বুদাপেস্টে নেদারল্যান্ডের ২-০ গোলের পরাজয়ের পরপরই ধারণা করা হয়েছিল ডি বোয়ার হয়তবা এমন সিদ্ধান্তই নিতে যাচ্ছেন। এ সম্পর্কে ডাচ ফুটবল ফেডারেশনের এক বিবৃতিতে ৫১ বছর বয়সী ডি বোয়ার বলেছেন, ‘জাতীয় দলের কোচ হিসেবে আমি আর থাকতে চাচ্ছিনা। এখানে একটি বিষয় স্পষ্ট যে আমার লক্ষ্য পূরণ হয়নি।’
২০২০ সালে ইউরোকে সামনে রেখেই কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছিল ডি বোয়ারকে। ডাচ দলের খেলোয়াড় হিসেবে ক্যারিয়ার সমৃদ্ধ করার পর এই দলেরই কোচের দায়িত্ব পাওয়াটা তার জন্য অত্যন্ত সম্মানের ছিল। ডি বোয়ার আরো বলেন, ‘যখন আমি দায়িত্ব পেয়েছিলাম তখনই এর চাপটা বুঝতে পেরেছিলাম। আর এই চাপটা এখন আরো বেড়ে গেছে। আর এটা মোটেই আমার জন্য বা দলের সুখকর কোন পরিস্থিতি নয়। বিশ্বকাপের বাছাইপর্বকে সামনে রেখে ডাচ দলকে এখন নতুন করে সবকিছু নিয়ে ভাবতে হবে।’
ডাচ ফুটবল এসোসিয়েশন জানিয়েছে ডি বোয়ারের সাথে কথা ছিল দলকে অন্তত ইউরোর কোয়ার্টার ফাইনাল পর্যন্ত নিতে যেতে হবে। তার সাথে চুক্তি বাড়ানোর আর কোন সম্ভাবনাই নেই। উভয় পক্ষের সমঝোতাতেই ডি বোয়ার দল ছেড়ে চলে যাচ্ছেন। ডি বোয়ারের পরিশ্রম সত্তেও দল কোয়ার্টার ফাইনালে পৌঁছাতে পারেনি। আমরা একটি ভাল ইউরো আশা করেছিলাম। একইসাথে আশা করেছিলাম ডি বোয়ার অন্যভাবে আমাদের ছেড়ে যাবে।
এর অর্থ হচ্ছে আগামী ১ সেপ্টেম্বর নরওয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে ডি বোয়ারকে আর কোচ হিসেবে পাচ্ছেনা নেদারল্যান্ড।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

অতিরিক্ত সময়ের গোলে সুইডেনকে পরাজিত করে শেষ আটে ইউক্রেন

ইউরো চ্যাম্পিয়নশীপের কোয়ার্টার ফাইনালের লাইন-আপ চূড়ান্ত