ভিতরে

সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য কমরেড নজির হোসেনের ইন্তেকা

 জাতীয় সংসদের সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা কমরেড নজির হোসেন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।
বৃহস্পতিবার রাত সাড়ে চারটায় ঢাকার ইন্দিরা রোডস্থ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার বয়স হয়েছিল ৭৫বছর
তিনি স্ত্রী ও এক সন্তান রেখে গেছেন।
সিলেট বিভাগের প্রবীণ এই রাজনীতিবিদ ১৯৯১ সালে সিপিবি থেকে ৮ দলীয় ঐক্যজোটের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে প্রথমবার সুনামগঞ্জ-১ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৯৬ সালে ২য়বার ও ২০০১ সালে তৃতীয়বারের মতো বিএনপি থেকে একই আসনে সংসদ সদস্য নির্বাচিত হন।
পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেল ৩টায় সুনামগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মরহুমের প্রথম জানাজা ও বিকেল ৫টায় তাঁর জন্মস্থান বিশ্বম্ভপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের শাহপুর গ্রামে দ্বিতীয় জানাজা শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

উত্তর দিন

মন্তব্য করুন

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ইনায়েতুর রহিমের মা নাজমা রহিমের মৃত্যুতে শোক প্রধানমন্ত্রীর

অবন্তিকার আত্মহত্যায় প্ররোচনা : জবির সহকারী প্রক্টর দ্বীন ইসলামের জামিন নামঞ্জুর