ভিতরে ,

গোপালগঞ্জের কোটালীপাড়ায় আওয়ামী লীগের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসন থেকে দলীয় মনোনয়ন পাওয়ায় কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠন আনন্দ মিছিল এবং মিষ্টি বিতরণ করেছে।
কেন্দ্রীয় আওয়ামী লীগ কার্যালয় থেকে রোববার বিকেলে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গোপালগঞ্জ-৩ আসনে দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ঘোষণা করার সাথে-সাথে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা একটি আনন্দ মিছিল বের করেন।
মিছিলটি দলীয় কার্যালয় চত্ত্বর থেকে শুরু হয়ে কোটালীপাড়া উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এরপর নেতারা উপজেলা সদরের দলীয় নেতা-কমী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষদের মাঝে মিষ্টি বিতরণ করেন।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, সহ-সভাপতি গোলাম কিবরিয়া দাড়িয়া, বিমলেন্দু সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন শেখ, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন খান, প্রচার সম্পাদক হান্নান শেখ, আওয়ামী লীগ নেতা রুহুল আমিন লিটু, উপজেলা যুব লীগের সভাপতি ফজলুর রহমান দিপু, সাধারণ সম্পাদক বাবুল হাজরা, সহ-সভাপতি নজরুল ইসলাম হাজরা মন্নু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী খায়রুল রাজ্জাক খসরু, সাধারণ সম্পাদক বাবলু হাজরা, যুবলীগ নেতা শেখ কাইয়ুম হোসেন, তাইজুল ইসলাম, উপজেলা উপজেলা ছাত্রলীগের সভাপতি স্বপন তালুকদার, সাধারণ সম্পাদক শামিম দাড়িয়া সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ বলেন, আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনা গোপালগঞ্জ-৩ আসন থেকে দলীয় মনোনয়ন পাওয়ায় আমরা আনন্দিত। আমাদের প্রিয় নেত্রী এই আসন থেকে যতবার নির্বাচন করেছেন ততবারই বিপুল ভোটে জয়ী হয়েছেন। তার বিপক্ষে যারা নির্বাচন করেছেন তারা সকলেই জামানত হারিয়েছেন। আশা করছি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার বিপক্ষে এখানে কোন দল থেকে কেউ প্রতিদ্বন্দ্বিতা করলে তিনিও জামানত হারাবেন।
এলাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও সাবেক সিনিয়র সচিব মো. শহীদ উল্লা খন্দকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিপূর্বে গোপালগঞ্জ-৩ আসন থেকে দলীয় প্রার্থী হয়ে ৭বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিঁনি এবারও দলীয় প্রার্থী হয়েছেন। এজন্য কোটালীপাড়া-টুঙ্গিপাড়া এলাকার জনগণের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানাই। তিঁনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় দেশের সর্বক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করেছেন। আমরা কোটালীপাড়া টুঙ্গিপাড়াবাসী চাই, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ মনোনীত সকল প্রার্থী নির্বাচিত হয়ে দেশের এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখুক।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

সাতক্ষীরায় সরদার ব্রিকসকে ২ লাখ টাকা জরিমানা

গাজীপুরের কালিয়াকৈরে স্পিনিং কারখানার আগুন নিয়ন্ত্রণে