ভিতরে

গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৫০০ জন

 গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫০০ জন। এদের মধ্যে ঢাকায় ৪১৭ জন এবং ঢাকার বাইরে ৮৩ জন ভর্তি হয়েছেন।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৫০৩ জন ভর্তি রয়েছেন। এদের মধ্যে ঢাকার ৫৩ টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে সর্বমোট ভর্তি ১ হাজার ১৫৯ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি রোগী ৩৪৪ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৪ জুন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ভর্তি হয়েছেন ৬ হাজার ৮৩৯ জন। এদের মধ্যে ঢাকায় ৫ হাজার ৩৫২ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ৪৮৭ জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪২ জনের।
এ ছাড়া ডেঙ্গু আক্রান্ত ৫ হাজার ২৯৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। 

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

সুবিধাবাদী গোষ্ঠীর সমন্বয়ে বিএনপি সৃষ্টি করেছিল জিয়াউর রহমান : মৃণাল কান্তি দাস এমপি

কারিগরি শিক্ষা নিয়ে সামাজিক ট্যাবু দূর করতে হবে : শিক্ষামন্ত্রী