ভিতরে

২০২৪ অলিম্পিক আয়োজনে সঠিক পথেই রয়েছে প্যারিস : মেয়র

 ২০২৪ প্যারিস অলিম্পিক নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে এবং এ পর্যন্ত যে বাজেট ধরা হয়েছে সেই অনুযায়ী সবকিছু সম্পন্ন হচ্ছে বলে সিটি মেয়র আন্নে হিডালগো মন্তব্য করেছেন। সম্প্রতি  আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) উর্ধ্বতন এক কর্মকর্তার আশঙ্কার ভিত্তিতে ফ্রান্স ইন্টার রেডিও স্টেশনকে হিডালগো এই কথা জানিয়েছেন। 
প্যারিসের মেয়র বলেন, ‘বিশ্বজুড়ে আগের অলিম্পিক এবং প্যারালিম্পিকের দিকে তাকালে দেখা যাবে গেমস শুরু হবার প্রায় বছরখানেক আগে থেকে মানুষের মনে শঙ্কা তৈরী হয় আদৌ সময়মত সব শেষ হবে কিনা, সবকিছু শেষ পর্যন্ত সঠিকভাবে আয়োজন করা যাবে কিনা। কিন্তু আমরা জোড় দিয়ে বলতে পারি প্যারিস অলিম্পিক সময়মত আয়োজনে আমরা এখনই প্রস্তুত। আমাদের বাজেটও ঠিক আছে। 
সোমবার প্যারিস সফরে এসে আইওসি কর্মকর্তা পিয়েরে-অলিভার বেকার্স বলেছিলেন নির্ধারিত বাজেটের মধ্যে গেমসের সব কাজ সম্পন্ন হওয়া নিয়ে তিনি চিন্তিত। প্যারিস গেমসের সার্বিক দিক পর্যবেক্ষনের দায়িত্বে তিনি আইওসি কর্তৃক নিয়োজিত আছেন। এ সময় বেকার্স সাংবাদিকদের বলেছেন, এখনো অনেক কাজই বাকি আছে।
গত ডিসেম্বরে প্যারিস অলিম্পিকের জন্য বাজেট বরাদ্দের পরিমান আরো ১১১ মিলিয়ন ইউরো বাড়ানো হয়েছে। সব মিলিয়ে এই বাজেটের পরিমান দাঁড়িয়েছে ৪.৪৮ বিলিয়ন ইউরো। 
বড় বড় পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের সাথে চুক্তি সম্পন্ন করতে বিলম্ব হওয়ায় প্যারিস অলিম্পিকের ব্যয় নির্বাহ নিয়ে প্রশ্ন উঠে। 
ফরাসি জাতীয় অডিটরের একটি প্রাথমিক রিপোর্ট সোমবার দৈনিক এল’মুন্ডেতে প্রকাশিত হয়েছে। যেখানে বলা হয়েছে, ‘উল্লেখযোগ্য কিছু অনিশ্চয়তা রয়েছে গেছে, বিশেষ করে অভ্যন্তরীয়ন পার্টনারশীপে।’ 
ইতোমধ্যেই গেমসের চড়া মূল্যের টিকেট নিয়েও সমালোচনা শুরু হয়েছে। ফ্রান্সে বর্তমান আর্থিক সঙ্কটের মধ্যে বেশ কিছু জনপ্রিয় ইভেন্টে টিকেটের মূল্য এত বেশী নির্ধারণ করা হয়েছে যে সেখানে দর্শকের অপ্রতুলতার কারনে আসন ফাঁকা থাকার বিষয়টি সামনে চলে এসেছে। 

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

মেসির তথ্যচিত্র সম্প্রচারের ঘোষণা দিল অ্যাপেল টিভি প্লাস

প্রীতি ম্যাচে কোবকে ২-০ গোলে পরাজিত করেছে বার্সেলোনা